Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Palestine

ওয়েস্ট ব্যাঙ্কে নিহত ৬ প্যালেস্তাইনি

গত সপ্তাহে ‘জেনিন ব্রিগেড’ নামে এক প্যালেস্তাইনি জঙ্গি গোষ্ঠীর সদস্যের হাতে ওয়েস্ট ব্যাঙ্কের হাওয়ারায় ইজ়রায়েলের দুই নাগরিকের মৃত্যু হয়। তাঁরা সম্পর্কে ভাই ছিলেন।

West Bank

ইজ়রায়েলি সেনার অভিযানে মৃত্যু ছ’জন প্যালেস্তাইনি নাগরিকের। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
জেরুসালেম শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৩ ০৬:৫৫
Share: Save:

ফের উত্তপ্ত ওয়েস্ট ব্যাঙ্ক। গত কাল সেখানকার এক শরণার্থী শিবিরে ইজ়রায়েলি সেনার অভিযানে মৃত্যু হয়েছে ছ’জন প্যালেস্তাইনি নাগরিকের। আহত হয়েছেন অন্তত ২৬ জন প্যালেস্তাইনি। ইজ়রায়েলের সেনার দাবি, প্যালেস্তাইনিদের পাল্টা হামলায় তাদের বাহিনীর তিন জন সদস্য গুরুতর আহত হয়েছেন।

গত কয়েক সপ্তাহ ধরেই উত্তর ওয়েস্ট ব্যাঙ্কের নানা এলাকায় অভিযান চালাচ্ছে ইজ়রায়েলের সেনা। গত সপ্তাহে ‘জেনিন ব্রিগেড’ নামে এক প্যালেস্তাইনি জঙ্গি গোষ্ঠীর সদস্যের হাতে ওয়েস্ট ব্যাঙ্কের হাওয়ারায় ইজ়রায়েলের দুই নাগরিকের মৃত্যু হয়। তাঁরা সম্পর্কে ভাই ছিলেন। ওই দুই ভাইয়ের খুনে জড়িত আব্দুল ফতাহ খারুশাহ নামে বছর উনপঞ্চাশের এক ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছিল ইজ়রায়েলি সেনা। গত কাল রাতে জেনিন শরণার্থী শিবিরে আব্দুলের উপস্থিতির খবর পায় ইজ়রায়েলি সেনা। তার পরেই শুরু হয় অভিযান। ইজ়রায়েল সরকার জানিয়েছে, গত কালের হামলার বদলা নিতে আজ সকালে তাদের ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছুড়েছিল হামাস বাহিনী। কিন্তু সেই রকেট ইজ়রায়েলের ভূখণ্ড পর্যন্ত না পৌঁছে গাজ়া ভূখণ্ডের মধ্যেই ভেঙে পড়ে। তবে এতে হতাহতের খবর নেই ।

অন্য বিষয়গুলি:

palestine israel West Bank
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE