আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জখম হয়েছেন আরও এক জন। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো সূত্রে এই খবর জানা গিয়েছে।
মৃতরা হলেন কাঙ্গাল বসাক (৬৮), তাঁর স্ত্রী ললিতা বসাক (৫৭), পুত্রবধূ লাকি বসাক (৩৩), নাতি সৌরভ বসাক (১২), নাতনি শায়ন্তী বসাক (৬)। কাঙ্গালের পুত্র খোকন জখম অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন:
বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। শনিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। দমকল সূত্রে খবর, রাত ২টো ১০ মিনিটে খোকনদের বাড়িতে আগুন লাগে। সেই সময় সকলে ঘুমোচ্ছিলেন। ভোর ৪টে নাগাদ দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন:
রান্নাঘর থেকে আগুন লাগে বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। এই ঘটনার নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।