Advertisement
২৮ ডিসেম্বর ২০২৪
Abdul Rehman Makki death

পাকিস্তানে মৃত্যু ২৬/১১ সন্ত্রাসের চক্রী মাক্কির, লস্কর প্রধান হাফিজের ভগ্নিপতি কিসের শিকার?

লস্কর-ই তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের ভগ্নিপতি মাক্কির কী ভাবে মৃত্যু হল, তা নিয়ে সরকারি ভাবে কোনও তথ্য জানায়নি পাকিস্তান সরকার।

26/11 Mumbai terror attacks plotter and and Lashkar-e-Taiba (LeT) deputy chief Abdul Rehman Makki dies in Pakistan

লস্করের প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের ভগ্নিপতি আব্দুল রহমান মাক্কি(বাঁ দিকে)। —ফাইল ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৫
Share: Save:

পাকিস্তানে মৃত্যু হয়েছে ২৬/১১-র মুম্বই হামলার অন্যতম চক্রী তথা জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তইবার উপপ্রধান (ডেপুটি চিফ) আব্দুল রহমান মাক্কির! লস্করের প্রতিষ্ঠাতা হাফিজ সঈদের ভগ্নিপতি মাক্কির কী ভাবে মৃত্যু হল, তা নিয়ে সরকারি ভাবে কোনও তথ্য জানায়নি পাকিস্তান সরকার। তবে সে দেশের কয়েকটি সংবাদমাধ্যম জানাচ্ছে, হৃদ্‌‌রোগে আক্রান্ত হয়েই তিনি মারা গিয়েছেন।

প্রকাশিত খবরে দাবি, গত কয়েক দিন ধরে অসুস্থ মাক্কি লাহোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শুক্রবার সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। লস্কর নেতা মাক্কিকে গত বছর ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছিল রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি)। তার আগে আমেরিকাও তাঁকে ‘জঙ্গি’ চিহ্নিত করে মাথায় দাম ২৫ হাজার ডলার ঘোষণা করেছিল।

২৬/১১-র মুম্বই হামলার চক্রান্তে হাফিজ এবং লস্কর কমান্ডার জাকিউর রহমান লকভিকে সহায়তার পাশাপাশি গত কয়েক বছরে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপে বার বার মাক্কির নাম উঠে এসেছে। মাক্কি লস্করের রাজনৈতিক বিষয় সংক্রান্ত বিভাগেরও প্রধান ছিলেন। এই বিভাগের কাজই হল তরুণদের সন্ত্রাসবাদী গোষ্ঠীতে নিয়ে এসে তাঁদের মগজধোলাই করা। হাফিজের ‘স্বেচ্ছাসেবী সংগঠন’ জামাত-উদ-দাওয়ারও আর্থিক বিষয় সংক্রান্ত দিকগুলি মাক্কি দেখভাল করতেন।

সম্প্রতি ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, পাকিস্তানের মাটিতে ‘সক্রিয়’ ভারতবিরোধী জঙ্গি সংগঠনগুলির নেতাদের নিঃশব্দে ‘সাবাড় করছে’ নয়াদিল্লি! সাম্প্রতিক সময়ে পাক মাটিতে খুন এবং ‘রহস্যমৃত্যু’র শিকার জঙ্গিনেতাদের তালিকায় রয়েছেন, লস্কর-ই-তইবার নেতা আক্রম খান, আক্রম গাজ়ি, আনদান আহমেদ, মৌলানা জিয়াউর রহমান এবং মুফতি কায়সর ফারুক। ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী লস্কর নেতা আজ়ম চিমা, পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটের লস্কর কমান্ডার রিয়াজ় আহমেদ ওরফে আবু কাসিম, পঠানকোট হামলার মূল চক্রী, জইশ-ই-মহম্মদ নেতা শাহিদ লতিফ, ইউনাইটেড জিহাদ কাউন্সিল (ইউজেসি) এবং তেহরিক-উল-মুজাহিদিন (টিইউএম) জঙ্গিগোষ্ঠীর সাধারণ সম্পাদক শেখ জামিল-উর-রহমান, হিজবুল মুজাহিদিনের কম্যান্ডার বশির পীর, খলিস্তান লিবারেশন ফোর্সের অন্যতম প্রতিষ্ঠাতা লখবীর সিংহ রোড়ে, খলিস্তান কমান্ডো ফোর্সের প্রধান পরমজিৎ সিংহ পঞ্জওয়ারও রয়েছেন এই তালিকায়। মাক্কি কি সর্বশেষ সংযোজন?

অন্য বিষয়গুলি:

Terrorist Lashkar-e-Taiba 26/11 Attack Pakistan Death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy