দুর্ঘটনার কবলে পড়া দুবাইয়ের সেই বাস। ছবি এপি।
বৃহস্পতিবার দুবাইয়ের বাস দুর্ঘটনায় এখনও অবধি মৃত্যু হয়েছে ১৭ জনের। মৃতদের তালিকায় ১২ জনই ভারতীয় বলে শুক্রবার জানিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাস দুর্ঘটনায় মৃত সেই ১২ জনের নাম প্রকাশ করা হয়েছে। মৃতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুবাইয়ের রাশিদিয়া মেট্রো স্টেশনের দিকে যাওয়ার সময় ভুল লেনে ঢুকে পড়ে একটি ট্যুরিস্ট বাস। লেনের উপরে থাকা সাইনবোর্ডে ধাক্কা মারে বাসটি। সেই আঘাতে বাসের বাঁদিকে জানালার সমস্ত কাঁচ ভেঙে যায়। আর বাসের বাঁ দিকে বসে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হন।
ওই দেশের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ওই বাসে মোট ৩১ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে এখনও অবধি ১৭ জনের মৃত্যু হয়েছে। সেই ১৭ জনের মধ্যে ১২ জনই ভারতীয় বলে জানানো হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে।
Deeply grieved by the unfortunate bus accident in Dubai that has claimed 12 Indian lives. My sincere condolences to the families.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 7, 2019
Our Consulate @cgidubai is extending all help. https://t.co/wh2PV8sdMj
প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কাজকর্মের পর ওই দেহগুলি পরিবারের লোকের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ‘আস্তে চালান, নিজেকে ও আমাকে বাঁচান’! চালকদের এমন ভাবেই সতর্ক করছে কঙ্কাল
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy