Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Sri Lanka Crisis

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ আইপিএলে রাজস্থান বনাম দিল্লির খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হবে।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ সাধারণ নাগরিকদের। ছবি: রয়টার্স।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ সাধারণ নাগরিকদের। ছবি: রয়টার্স।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২২ ০৭:১১
Share: Save:

রবিবার দক্ষিণ আন্দামান সাগরে জন্ম নিয়েছিল ‘অশনি’। আবহাওয়া দফতরের দেওয়া শেষ খবর বলছে, সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘অশনি’ আদৌ স্থলভাগে ঢুকবে না। আছড়ে পড়বে না কোথাও। ঘূর্ণিঝড় ‘অশনি’ মঙ্গলবার রাত থেকেই শক্তি হারিয়ে দুর্বল হয়েছে। আর ঘূর্ণিঝড় হিসেবে তার ‘মৃত্যু’ হবে বৃহস্পতিবার সকালে। কিন্তু আজ, বুধবার কী পরিস্থিতি হয় সে দিকে নজর থাকবে।

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

অশান্ত শ্রীলঙ্কার পরিস্থিতি

শ্রীলঙ্কায় জারি হয়েছে সেনাশাসন। সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে সেনা এবং পুলিশের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধন মঙ্গলবার প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষেকে জরুরি ভিত্তিতে পার্লামেন্টের অধিবেশন ডাকার পরামর্শ দেন। আজ সেই পরিস্থিতির দিকে নজর থাকবে।

গ্রাফিক: সনৎ সিংহ

গ্রাফিক: সনৎ সিংহ

মুখ্যমন্ত্রীর কোভিড বৈঠক

কোভিড পরিস্থিতি নিয়ে রাজ্যের সব জেলাশাসক এবং উচ্চপদস্থ স্বাস্থ্যকর্তাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল সাড়ে ৩টে নাগাদ ওই বৈঠকটি হওয়ার কথা।

দেশের কোভিড পরিস্থিতি

দেশে ফের কিছুটা কমল করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া দৈনিক করোনা পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২,২৮৮ জন। আজ সংক্রমণ বাড়ে কি না সে দিকে নজর থাকবে।

ডব্লিউবিসিএস আধিকারিকদের সম্মেলন

আজ দুপুর ১টায় টাউন হলে ডব্লিউবিসিএস আধিকারিকদের সম্মেলন রয়েছে। সেখানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আকাদেমি পুরস্কার বিতর্ক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা আকাদেমি পুরস্কার দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকে এর সমালোচনা করেছেন। এই অবস্থায় ওই বিতর্কের দিকে নজর থাকবে।

বাবুলের শপথ

আজ বিধানসভায় শপথ নেবেন বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়। দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি শপথ নেবেন।

মুকুল শুনানি বিধানসভায়

আজ বিধানসভায় মুকুল রায়ের দলত্যাগ মামলার শুনানি রয়েছে স্পিকারের ঘরে। দুপুর ১টা নাগাদ শুনানি শুরু হতে পারে।

বিধায়ক সাসপেন্ড শুনানি হাই কোর্টে

বিজেপির পাঁচ বিধায়ককে বিধানসভা থেকে সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আজ শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে।

অসম সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

আজ অসমে সফরে যাওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ তিনি কামাক্ষা মন্দির দর্শন করবেন। তার পর দুপুর ১টা নাগাদ অসমের দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের। বিকেল সাড়ে ৩টে নাগাদ তৃণমূলের দলীয় দফতরের উদ্বোধন করবেন তিনি।

অর্জুন চৌরাসিয়ার মৃত্যুরহস্যের তদন্ত

মঙ্গলবার অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের রিপোর্ট কলকাতা হাই কোর্টে জমা পড়েছে। উচ্চ আদালত রাজ্য পুলিশকেই তদন্ত করতে বলেছে। আজ সেই তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে।

হাই কোর্টে ময়নাগুড়ির নাবালিকা মৃত্যু-মামলার শুনানি

আজ কলকাতা হাই কোর্টে ময়নাগুড়ির নাবালিকা মৃত্যু-মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতির এজলাসে শুনানি হবে।

নদিয়া খুন মামলার শুনানি

নদিয়ার পলাশিপাড়ায় একই পরিবারের তিন জনকে নলি কেটে খুন করা হয়। ওই ঘটনায় মামলা দায়ের হয় কলকাতা হাই কোর্টে। আজ সেই মামলার শুনানি রয়েছে উচ্চ আদালতে।

আইপিএল

আজ আইপিএলে রাজস্থান বনাম দিল্লির খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হবে।

অন্য বিষয়গুলি:

Sri Lanka Crisis gotabaya rajapaksa IPL 2022 mukul roy Calcutta High Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy