আমেরিকায় ফের বন্দুকবাজদের হামলা। শনিবার রাতে ফিলাডেলফিয়ায় চলেছে এলোপাথাড়ি গুলি। গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে রয়টার্স সূত্রে খবর।
সংবাদ সংস্থা সূত্রে খবর, শনিবার রাতে ফিলাডেলফিয়ার কেনসিংটন এবং অ্যালেঘেনিতে এলোপাথাড়ি গুলি চলে। সূত্রের খবর, কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন।
আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে সংবাদ সংস্থা সূত্রের খবর। এখনও আহতদের পরিচয়পত্র জানা যায়নি। এই দুর্ঘটনার নেপথ্যে আসলে কারা দায়ী, তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুন:
তবে, এই ঘটনা প্রথম নয়। এর আগেও ফিলাডেলফিয়ার এক জনপ্রিয় রাস্তায় কয়েক জন বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালিয়েছিলেন। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছিল। ১১ জন আহতের মধ্যে কয়েক জনের পরিস্থিতি সঙ্কটজনক ছিল। এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতারও করেনি।