শোভন চিরকাল মমতার অনুগামী এবং অনুগত হয়ে কাজ করেছেন। খুব অল্প বয়সে কংগ্রেসের কাউন্সিলর হন। পরে ১৯৯৮ সালে মমতা যখন কংগ্রেস ছেড়ে তৃণমূল গঠন করেন, তার পরে ২০০০ সাল থেকেই মমতার সঙ্গে ছিলেন শোভন। দু’জনের সম্পর্কে নানা সময়ে ওঠাপড়া হয়েছে ঠিকই, কিন্তু বরাবর মমতা আর শোভনের সমীকরণ ছিল অন্য স্তরের। শোভনকে মমতা ‘কানন’ বলে ডাকেন।