মহিলাদের ডাকে সিবিআই দফতর অভিযান। —নিজস্ব চিত্র।
আর জি কর-কাণ্ডের তদন্ত দ্রুত শেষ করা, ‘সব’ দোষীদের নাম চার্জশিটে যোগ করার দাবিকে সামনে রেখে ফের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতর অভিযান করল মহিলাদের প্রতিবাদের মঞ্চ ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’। সিবিআই-এর প্রথম চার্জশিট জমা পড়া পরে তারা এক বার এই অভিযান করেছিল। সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানির আগের দিন, সোমবার ফের তারা এই কর্মসূচি নিয়েছিল। সেখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে মহিলারা যোগ দিয়েছিলেন। সিবিআই-এর কাছে দাবিপত্রও দিয়েছেন তাঁরা। প্রতিনিধিদলে ছিলেন মৈত্রেয়ী বর্ধন রায়, শতরূপা সান্যাল, নূপুর বন্দ্যোপাধ্যায়, ইসমত আরা খাতুন, ভাস্বতী মুখোপাধ্যায়, শাশ্বতী ঘোষ, দেবযানী সেনগুপ্ত প্রমুখ। আন্দোলনকারীদের তরফে এই ঘটনায় সরকার এবং প্রশাসনের সঙ্গে দুষ্কৃতীদের যোগসাজশ ও তা সমূলে উপড়ে ফেলারও ডাক দেওয়া হয়। প্রসঙ্গত, এ দিনই শিয়ালদহ আদালতে আর জি কর-কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শেষ হয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy