উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের পাশাপাশি মাধ্যমিক স্তরের শিক্ষকেরা তো বটেই, এমনকি, কিছু বিষয়ের খাতা স্কুলের আংশিক সময়ের শিক্ষকদেরও দেখতে হচ্ছে। এই সমস্যার কথা মেনে নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও। প্রশ্ন উঠেছে, আংশিক সময়ের শিক্ষকেরা উচ্চ মাধ্যমিকের খাতা দেখলে মূল্যায়ন ঠিক মতো হবে তো? শিক্ষকদের একাংশের মতে, বহু বছর ধরে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ না হওয়ায় এই সমস্যা এতটা প্রকট।
শিক্ষকদের একাংশ জানাচ্ছেন, উচ্চ মাধ্যমিক স্তরে গত দু’বছরে কৃত্রিম মেধা, ডেটা সায়েন্স-সহ বেশ কিছু নতুন বিষয় চালু হয়েছে। যদিও নতুন ওই সমস্ত বিষয়ের জন্য আলাদা করে শিক্ষক নিয়োগ হয়নি। তাই বাধ্য হয়ে ওই সমস্ত বিষয়ের পরীক্ষার খাতা আংশিক সময়ের শিক্ষকদের দিয়ে দেখাতে হচ্ছে। প্রশ্ন উঠেছে, স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক কি ডেটা সায়েন্স বা কৃত্রিম মেধার মতো বিষয়ের খাতা দেখতে পারবেন?
প্রধান শিক্ষক-শিক্ষিকাদের সংগঠন ‘অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস’-এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি বললেন, ‘‘আংশিক সময়ের শিক্ষকেরা সকলেই কি খাতা দেখার যোগ্য? রাজ্যে যদি শিক্ষক নিয়োগ ঠিক মতো হত, তা হলে এই সমস্যা তৈরিই হত না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতার মূল্যায়ন যথাযথ না হলে তার দায় কে নেবে?’’ চন্দন জানান, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সমস্যার কথা মাথায় রেখে শিক্ষা দফতর একটি বিশেষ পদ্ধতিতে আংশিক সময়ের শিক্ষক নিয়োগের কথা বলেছে। কিন্তু অভিযোগ, বেশির ভাগ স্কুলই সেই নিয়ম মানে না। ফলে, সেই ওই শিক্ষকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যায়।
‘শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ’-এর সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর বক্তব্য, ‘‘২০১২ সালের পরে বহু মাধ্যমিক স্তরের স্কুল উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে। সেই সব স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ হয়নি। শুধু ডেটা সায়েন্স বা কৃত্রিম মেধার মতো নতুন বিষয় নয়, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন ও পরিবেশবিদ্যার মতো বিষয়ের শিক্ষকেরা অবসর নিয়েছেন। অথচ, তাঁদের জায়গায় উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগ হয়নি। তাই এই সব ক্ষেত্রে আংশিক সময়ের শিক্ষকেরাও খাতা দেখছেন। তাঁরা হয়ত অনেকেই দীর্ঘদিন ধরে পড়ানোর সুবাদে উচ্চ মাধ্যমিক স্তরের খাতা দেখার যোগ্য। কিন্তু উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতা কি দেখানো চলবে?’’
সমস্যার কথা মেনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘খাতা দেখার শিক্ষকের অভাব বেশি নতুন বিষয়গুলিতে। তবে, মাধ্যমিক স্তরের যে শিক্ষকেরা উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন, তাঁদের সেই খাতা দেখার যোগ্যতা আছে। কৃত্রিম মেধা, ডেটা সায়েন্সের মতো নতুন বিষয়গুলির জন্য শিক্ষক নিয়োগ হয়নি। সেটা হয়ে গেলে উচ্চ মাধ্যমিকের খাতা আংশিক সময়ের শিক্ষকদের দিয়ে দেখানোর সমস্যা মিটে যাবে।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)