মাসখানেকের মধ্যে পরীক্ষামূলক ভাবে নির্দিষ্ট কয়েকটি রুটকে নিয়ে সরকারি-বেসরকারি বাসের অবস্থান নির্দেশক অ্যাপ চালু করতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার কসবার পরিবহণ ভবনে কয়েকটি রুটের বেসরকারি বাসমালিক সংগঠন এবং বাসের কর্মী ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পরিবহণ দফতরের আধিকারিকদের একাংশ। ওই বৈঠকে অ্যাপ তৈরির দায়িত্বপ্রাপ্ত ট্র্যাফিক এবং পুলিশ বিভাগের কর্তারাও হাজির ছিলেন বলে খবর।
ওই ব্যবস্থায় মোবাইল অ্যাপের মাধ্যমে বেসরকারি বাসে নজরদারি চালানোর প্রক্রিয়া কার্যকর করা হবে। দীর্ঘ দিন ধরে স্মার্টফোন কেনার খরচ মেটানো ছাড়াও সেটির ব্যবহার নিয়ে বেসরকারি বাসমালিক সংগঠনের সঙ্গে পরিবহণ দফতরের আধিকারিকদের টানাপড়েন চলছিল বলে খবর। একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় পাইলট প্রকল্পে বেসরকারি বাসে স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড মোবাইলের ব্যবস্থা করা হচ্ছে। পরিবর্তে ওই সংস্থা বাসে তাদের বিজ্ঞাপন লাগাতে পারবে বলে খবর। শুরুতে ১২টি সরকারি বাসের ও গোটা দশেক বেসরকারিবাসের রুট নিয়ে এই অ্যাপ চালু হচ্ছে। এ জন্য দিনকয়েকের মধ্যেই বাসকর্মীদের আলাদা করে প্রশিক্ষণ দেবে পুলিশ এবং পরিবহণ দফতর। বেসরকারি বাসমালিক সংগঠন ‘সিটি সাবার্বান বাস সার্ভিস’-এর সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, ‘‘শুরুতে ওই ব্যবস্থা কী ভাবে কাজ করবে, তা নিয়ে বাসকর্মীদের সংশয় ছিল। সেই সমস্যা কাটাতে উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, দ্রুত ওই ব্যবস্থা চালু করা যাবে।’’
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)