এই দৃশ্য চোখে পড়বে না এ বছর। মার্কশিট নেবেন অভিভাবকেরাই। ছবি: আনন্দবাজার আর্কাইভ থেকে।
২০১৯ সালে পরীক্ষার্থীদের নবম শ্রেণিতে প্রাপ্ত নম্বর এবং ২০২০ সালে ইন্টারনাল ফরম্যাটিং ইভ্যালুয়েশনের মাধ্যমে ছাত্র ছাত্রীদের মূল্যায়ণ করা হয়েছে। আগের প্রাপ্ত নম্বরের ফলে মেধাবী ছাত্র ছাত্রীদেরই বেশি নম্বর পাওয়ার সুযোগ থাকছে, জানালেন কল্যাণময়।
সার্বিক মেধার ভিত্তিতে ফল প্রকাশ। ফল পছন্দ না হলে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ফের পরীক্ষায় বসার সুযোগ থাকবে ছাত্র-ছাত্রীদের। সেক্ষেত্রে মঙ্গলবার প্রকাশিত নম্বর আর বিবেচিত হবে না। চূড়ান্ত ফল হিসেবে ধরা হবে ওই পরীক্ষায় প্রাপ্ত নম্বরকেই।
যে ওয়েবসাইট মারফত ফল জানা যাবে, সেগুলি হল— www.wbbse.wb.gov.in, https://wbresults.nic.in, www.exametic.com
এ বছর সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৬৯৭। তবে এই নম্বর পেয়েছেন ৭৯ জন পরীক্ষার্থী। সেই হিসেবে কি প্রথম স্থানের অধিকারী ৭৯ জন? জবাবে কল্যাণময় জানিয়েছেন, ‘‘এটুকু বলতে পারি ৭৯ জন ৬৯৭ পেয়েছেন।’’
গত বছর ৮৬.৩৪ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছিলেন। এ বছর মাধ্যমিকে ১০০ শতাংশ পরীক্ষার্থীই পাশ করেছেন। জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়।
ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল এ বছর। ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০ এবং ৬ লক্ষ ১৩ হাজার ৮৪৯ জন ছাত্রী।
সাংবাদিক বৈঠকে মাধ্যমিকের ফল ঘোষণা করছেন মধ্যশিক্ষা পর্যদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ‘‘এ বছর একটি ব্যতিক্রমী বছর, সহযোগিতার জন্য ধন্যবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুকে।’’ মঙ্গলবারই স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন ছাত্র-ছাত্রীদের অভিভাবেকেরা। পর্ষদের ৪৯টি ক্যাম্প অফিস থেকে মঙ্গলবার সকাল ১০টা থেকেই স্কুল প্রতিনিধিদের হাতে অ্যাডমিট কার্ড ও মার্কশিট তুলে দেওয়া হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy