পুলিশের দিকে মারমুখী জনতা। টিকিয়াপাড়ায়। নিজস্ব চিত্র
লকডাউন ভেঙে দোকান-বাজার করতে বেরোনো মহিলাদের উপরে লাঠি চালানোর অভিযোগ ঘিরে মঙ্গলবার বিকেলে উত্তপ্ত হল হাওড়ার টিকিয়াপাড়া। এলাকার কয়েকশো মানুষ র্যাফের সদস্যদের তাড়া করেন। বাড়ির ছাদ থেকে ইট ও কাচের বোতল ছুড়তে থাকেন অনেকে। খবর পেয়ে পুলিশের একটি টহলদার গাড়ি ঘটনাস্থলে গেলে উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করে বলেও অভিযোগ। আক্রান্ত হন পুলিশকর্মীরা। পরে হাওড়া সিটি পুলিশের কর্তারা বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন।
হাওড়া শহরের অধিকাংশ এলাকায় যখন কড়া ভাবে লকডাউন পালন করা হচ্ছে, তখন টিকিয়াপাড়া ও বেলিলিয়াস রোড এলাকার বহু বাসিন্দা রাস্তায় বেরোচ্ছেন বলে হাওড়া সিটি পুলিশের কাছে গোড়া থেকেই অভিযোগ আসছিল। হাওড়া পুরসভার অন্তর্ভুক্ত টিকিয়াপাড়া অঞ্চল ও বেলিলিয়াস রোডকে সোমবারেই কন্টেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করেছে রাজ্য।
পুলিশি সূত্রে জানা গিয়েছে, এর পরেও এ দিন বহু মানুষ রাস্তায় নেমে দোকানপাট খুলিয়ে বাজার করছেন বলে খবর আসে। র্যাফের একটি টহলদার ভ্যান গিয়ে পথে-নামা বাসিন্দাদের তাড়া করে। স্থানীয়দের অভিযোগ, র্যাফ মহিলাদের উপরে লাঠি চালায়। এক মহিলা আহত হন।
টিকিয়াপাড়ার সেই ভিডিয়ো:
এই খবর ছড়িয়ে পড়ার পরেই কয়েকশো মানুষ র্যাফের সদস্যদের আক্রমণ করেন বলে অভিযোগ। খবর পেয়ে আর একটি টহলদার ভ্যান ঘটনাস্থলে গেলে আক্রান্ত হন অন্য পুলিশকর্মীরাও। প্রায় এক ঘণ্টা ধরে গোলমাল চলে।
আরও পড়ুন: ছত্তীসগঢ় থেকে হেঁটে পাঁচ দিনে শহরে
হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা অবশ্য দাবি করেন, ‘‘পুলিশ কারও উপরে লাঠি চালায়নি। লকডাউন ভেঙে রাস্তায় ঘোরা মানুষকে ধমকে ঘরে পাঠানোর চেষ্টা করছিল। তখনই পুলিশকে আক্রমণ করা হয়। দু’জন পুলিশকর্মী আহত হয়েছেন।’’ ঘটনা প্রসঙ্গে সমবায়মন্ত্রী অরূপ রায় বলেন, ‘‘পুলিশকে আক্রমণের পিছনে ষড়যন্ত্র রয়েছে। লকডাউন ভেঙে রাস্তায় বেরোনোর বিষয়টি আমরা দলীয় ভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।’’
We are taking strong action against everyone involved in the incident at Tikiapara, Howrah today. The perpetrators will be identified & brought to justice. No transgression of the law anywhere will be tolerated.
— West Bengal Police (@WBPolice) April 28, 2020
পুলিশ জানিয়েছে, হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আইন না-মানা বরদাস্ত করা হবে না। ঘটনাচক্রে, এ দিন রাতেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে হাওড়ার পুর কমিশনার বিজিন কৃষ্ণকে। তাঁর জায়গায় আসছেন ধবল জৈন। বিজিন যাচ্ছেন প্রাণিসম্পদ উন্নয়ন বিভাগের যুগ্মসচিবের দায়িত্বে।
আরও পড়ুন: নিয়মের রকমফেরে ধোঁয়াশা লক্ষ্মণরেখায় বন্দি শহরে
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy