জগদীপ ধনখড়কে কটাক্ষ অভিষেক মনু সিঙ্ঘভির।
করোনা পরিস্থিতির মধ্যেই রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর উদ্দেশে অবিরাম বার্তা দিয়ে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর এই ভূমিকায় উঠে আসছে সমালোচনাও। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং এ রাজ্য থেকে রাজ্যসভায় কংগ্রেসের সাংসদ অভিষেক মনু সিঙ্ঘভি যেমন মঙ্গলবার একযোগে ধনখড়কে কটাক্ষ করেছেন।
রেশন ব্যবস্থায় ‘অনিয়ম’ নিয়ে টানা মন্তব্য করে চলেছেন রাজ্যপাল। একটি ভিডিয়ো সাক্ষাৎকারে এ দিনও ফের তিনি রাজ্যে ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা’র চাল-ডাল বণ্টন নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে বিষয়টি দেখতে আর্জি জানিয়েছেন। তিনি যে কেন্দ্রীয় খাদ্য ও সরবরাহ মন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন, সে কথাও ফের জানিয়েছেন। এরই প্রেক্ষিতে তৃণমূলের মহাসচিব পার্থবাবুর কটাক্ষ, ‘‘লকডাউনের মধ্যে উনি যদি মুখটাও লকডাউন রাখতেন, তা হলে হয়তো বাংলার মানুষ ওঁকে ভাল চোখে দেখতেন! উনি কার সঙ্গে কথা বলে নিলেন, তাতেই তো সব হয়ে যায় না!’’
Governors shd b seen ¬ heard. Latter only in official letters thru proper channels. They reign but do not rule (except during pres rule or govt formation). They shd be true friends, philosophers &guides, nt inimical to those elected to run state. #WB #Govnor #Dhankar
— Abhishek Singhvi (@DrAMSinghvi) April 21, 2020
কংগ্রেস সাংসদ ও আইনজীবী সিঙ্ঘভি আবার স্মরণ করিয়ে দিয়েছেন, রাজ্যপালের কাজ শোনা, বলা নয়। চিঠি লিখে প্রকৃত পদ্ধতি মেনে তিনি নিজের বক্তব্য উপযুক্ত জায়গায় জানাতেই পারেন। কিন্তু সাংবাদিক সম্মেলন করা বা রোজ সকালে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেওয়া রাজ্যপালকে শোভা পায় না। ধনখড়ের প্রসঙ্গ এনেই সিঙ্ঘভির মন্তব্য, ‘‘রাজ্যপাল শাসকের প্রতিনিধি কিন্তু শাসক নয়। তাঁর ভূমিকায় মনে হচ্ছে, যেন রাজার চেয়ে পারিষদের চিন্তা বেশি!’’
অন্য একটি টুইটে অবশ্য রাজ্যপাল বলেছেন, ‘‘সকলের কাছে আমার আবেদন, করোনার অভিশাপ মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে সহযোগিতা করুন। একই ভাবে মুখ্যমন্ত্রীর কাছেও অনুরোধ কেন্দ্রীয় দলের সঙ্গে সহযোগিতা করে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর প্রচেষ্টার পাশে দাঁড়ান। এখন সংঘাত নয়, কেন্দ্র ও রাজ্যের সহযোগিতাই জরুরি।’’ অন্য দিকে, কলকাতা মেডিক্যাল কলেজের ইন্টার্ন-রা করোনা পরীক্ষা সংক্রান্ত যে সব দাবি তুলেছেন, সেগুলির কথা জানিয়ে এ দিনই রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।
আরও পড়ুন: করোনা হাসপাতালে মোবাইলের ব্যবহার নিষিদ্ধ করল রাজ্য সরকার
আরও পড়ুন: বেসরকারি স্কুলের ফি আংশিক মকুবের দাবি
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy