গ্রাফিক— শৌভিক দেবনাথ
শুক্রবার মাধ্যমিকে সফল এবং কৃতী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে যে সমস্ত ছাত্র-ছাত্রী এ বছর প্রত্যাশিত ফল করতে পারেনি তাদেরও পাশে দাঁড়ালেন মমতা। আগামী বছরের জন্য এই ছাত্র-ছাত্রীদের এখন থেকেই প্রস্তুতি শুরু করতে বলে মুখ্যমন্ত্রীর পরামর্শ, এখন থেকেই আরও জোরদার লড়াই করার সঙ্কল্প নাও।
এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেড়েছে। ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন, যা এযাবৎ কালের সর্বোচ্চ। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৮৬.৬০ শতাংশ ছাত্রছাত্রী। প্রথম দশ স্থানাধিকারীর মধ্যে রয়েছেন ১১৪ জন। শুক্রবার মমতা টুইট করে এই সফল এবং কৃতী ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে মমতা লিখেছেন, ‘মাধ্যমিক পরীক্ষায় আমাদের সফল এবং স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের অভিনন্দন! জেলার ছাত্র-ছাত্রীরা দারুণ ফল করেছে। শহরও গর্বিত করেছে আমাদের।’ এর পরে আরও একটি টুইটে সফল ছাত্র-ছাত্রীদের অভিভাবক, শিক্ষক এবং স্কুলকেও কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা শেষে উল্লেখ করেছেন অকৃতকার্যদের কথা।
Congratulations to our successful students and rank- holders of Madhyamik examination! Boys and girls of our districts have shown outstanding performance, while city students too make us proud. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) June 3, 2022
Kudos to the guardians, teachers, schools. Results have been announced by the Board quickly, 2023 exam schedules are also declared. Those who have fared below expectations must resolve to fight better in future.(2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) June 3, 2022
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy