Advertisement
০৬ নভেম্বর ২০২৪
madhyamik exam

West Bengal Board Exams 2022: মাধ্যমিক শুরু ৭ মার্চ, শেষ ১৬ মার্চ, রাজ্যে ২-২০ এপ্রিল হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা

বুধবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং‌ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যৌথ সাংবাদিক বৈঠকে পরীক্ষার সূচি ঘোষণা করা হয়।

রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষিত।

রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষিত। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২১ ১৬:৩৯
Share: Save:

২০২২ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষিত হল। বুধবার বিকেলে যৌথ সাংবাদিক বৈঠকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা করা হয়।

জানানো হয়েছে আগামী ৭ মার্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। শেষ হবে ১৬ মার্চ। ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত।

গ্রাফিক: সনৎ সিংহ।

গ্রাফিক: সনৎ সিংহ।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২০২২-এর মাধ্যমিক পরীক্ষা হবে বেলা ১১টা ৪৫ থেকে বিকেল ৩টে পর্যন্ত। ডিসেম্বরে হতে পারে টেস্ট। ৭ মার্চ প্রথম ভাষা, ৮ মার্চ দ্বিতীয় ভাষা, ৯ মার্চ ভূগোল, ১১ মার্চ ইতিহাস, ১২ মার্চ জীবনবিজ্ঞান, ১৪ মার্চ অঙ্ক, ১৫ মার্চ ভৌতবিজ্ঞান এবং ১৬ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে।

উচ্চমাধ্যমিকের পরীক্ষা ‘হোম সেন্টার’গুলিতে হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সোমবার জানানো হয়েছে। তবে মাধ্যমিক পরীক্ষা হোম সেন্টারে হবে না।

অন্য বিষয়গুলি:

madhyamik exam Higher Secondary Exam
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE