Advertisement
২২ নভেম্বর ২০২৪
Schools

শিক্ষা-পঞ্জিকা প্রকাশে দেরি, বিপাকে স্কুল

সাধারণত নতুন ক্লাসে ওঠা বা ভর্তির দিনেই ছাত্রছাত্রীদের হাতে ডায়েরি তুলে দেওয়া হয়। কিছু স্কুল ওই ডায়েরি দেয় ২ জানুয়ারি ‘বুক ডে’ বা বই দিবসে।

সমস্যায় পড়েছেন প্রধান শিক্ষক-শিক্ষিকারা।

সমস্যায় পড়েছেন প্রধান শিক্ষক-শিক্ষিকারা। প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ ০৭:৪৪
Share: Save:

করোনাকালে অন্য প্রায় সব কিছুর মতো ‘অ্যাকাডেমিক ক্যালেন্ডার’ বা শিক্ষা-পঞ্জিকাও বিপর্যস্ত হয়ে গিয়েছিল। কিন্তু করোনা ফণা নামানো সত্ত্বেও মধ্যশিক্ষা পর্ষদ এখনও আগামী শিক্ষাবর্ষের পাঠ্যক্রম, বিভিন্ন পরীক্ষা ও সামগ্রিক মূল্যায়নের নির্ঘণ্ট, ছুটির তালিকা সংবলিত শিক্ষা-পঞ্জিকা নিজেদের ওয়েবসাইটে দেয়নি। ফলে প্রধান শিক্ষক-শিক্ষিকারা সমস্যায় পড়েছেন। তাঁদের অভিযোগ, ওই নির্ঘণ্ট না-থাকায় অ্যাকাডেমিক ডায়েরি দেওয়া যাচ্ছে না পড়ুয়াদের।

সাধারণত নতুন ক্লাসে ওঠা বা ভর্তির দিনেই ছাত্রছাত্রীদের হাতে ডায়েরি তুলে দেওয়া হয়। কিছু স্কুল ওই ডায়েরি দেয় ২ জানুয়ারি ‘বুক ডে’ বা বই দিবসে। শিক্ষক-শিক্ষিকাদের একাংশের প্রশ্ন, ডায়েরির একটা বড় অংশ জুড়ে থাকে শিক্ষা-পঞ্জিকা। পর্ষদ সেই ক্যালেন্ডার না-দিলে স্কুলগুলি ডায়েরি ছাপতে দেবে কী ভাবে?

রাজ্যের অর্থ দফতরের ছুটির তালিকার পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদ আলাদা একটি ছুটির তালিকা প্রকাশ করে। সেই তালিকা অনুসরণ করে অনেক স্কুল আবার এলাকা-ভিত্তিক কিছু ছুটি ঘোষণা করে। কয়েক জন প্রধান শিক্ষক-শিক্ষিকার প্রশ্ন, গত বছর কোভিডের প্রকোপে শিক্ষাবর্ষ শুরু হতে দেরি হয়েছিল। তার জেরে অ্যাকাডেমিক ক্যালেন্ডারও তৈরি হয় দেরিতে। কিন্তু এ বার তো অতিমারি পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তা হলে পর্ষদ দেরি করছে কেন?

মধ্যশিক্ষা পর্ষদের এক কর্তা অবশ্য বলেন, “অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশিত হবে যথাসময়ে। স্কুলগুলির চিন্তার কোনও কারণ নেই।”

অন্য বিষয়গুলি:

Schools WBBSE
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy