বিধানসভায় এ দিন পূর্ত দফতরের বাজেট নিয়ে আলোচনা হয়।
উত্তরবঙ্গে ৩১ নম্বর জাতীয় সড়কের বাইপাস তৈরির জন্য বহু মানুষকে উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়াই উচ্ছেদ করা হয়েছে বলে বিধানসভায় বুধবার অভিযোগ তুললেন চাকুলিয়ার বিধায়ক আলি ইমরান রামজ্ (ভিক্টর)। পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস অবশ্য বাজেটের জবাবি ভাষণে বলেছেন, ওই সড়কের কাজ করে জাতীয় সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ। আর উচ্ছেদ শুরু হয়েছিল বাম আমলে। মন্ত্রীর আরও দাবি, তাঁর দফতরে ‘কাটমানি’র কোনও কারবার নেই।
বিধানসভায় এ দিন পূর্ত দফতরের বাজেট নিয়ে আলোচনায় ভিক্টর বলেন, ৩১ নম্বর জাতীয় সড়কে বাইপাস তৈরির জন্য বহু মানুষকে উচ্ছেদ করে দুই বা তিন ফসলি জমি অধিগ্রহণ করা হয়েছে। বিধায়কের বক্তব্য, ‘‘জেলাশাসক বলেছিলেন, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। অথচ বাস্তবটা হল, ওই উচ্ছেদ হওয়া লোকেরা ক্ষতিপূরণ পাননি। তা হলে ওই টাকা কার অ্যাকাউন্টে গেল?’’
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy