Advertisement
E-Paper

আইপিএলের ন’দিন কলকাতায় বেশ কিছু রাস্তা বন্ধ, কোথায় কোন সময়ে নিষেধাজ্ঞা, বিকল্প পথ কী? বিশদে জানাল পুলিশ

ইডেনে মোট ন’টি ম্যাচ খেলার কথা কেকেআরের। তার মধ্যে দু’দিন খেলা রয়েছে বিকেল সাড়ে ৩টে থেকে। ন’দিনই শহরের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

ইডেন গার্ডেন্সের আশপাশের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে আইপিএলের সময়।

ইডেন গার্ডেন্সের আশপাশের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে আইপিএলের সময়। ছবি: পিটিআই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১১:৫৭
Share
Save

আইপিএল চলাকালীন কলকাতায় ইডেন গার্ডেন্সের আশপাশের একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। গত ১৭ মার্চ বিবৃতি দিয়ে যান নিয়ন্ত্রণের কথা জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। বেশ কিছু রাস্তা সম্পূর্ণ বন্ধ রাখা হবে। কিছু রাস্তায় শুধু মালবাহী গাড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে। অনেক রাস্তায় পার্কিং সম্পূর্ণ বন্ধ রাখা হবে দিনের বেশ খানিকটা সময় ধরে। এই পরিস্থিতিতে কোন দিকের যাত্রীর বিকল্প রাস্তা কোনটি, তা-ও বলে দেওয়া হয়েছে।

ইডেনে মোট ন’টি ম্যাচ খেলার কথা কেকেআরের। সেগুলি যথাক্রমে ২২ মার্চ, ৩ এপ্রিল, ৬ এপ্রিল, ২১ এপ্রিল, ২৬ এপ্রিল, ৪ মে, ৭ মে, ২৩ মে এবং ২৫ মে। এর মধ্যে ৬ এপ্রিল এবং ৪ মে খেলা শুরু হওয়ার কথা বিকেল সাড়ে ৩টে থেকে। বাকি দিনগুলিতে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খেলা শুরু হবে। উল্লেখ্য, ৬ এপ্রিল কলকাতা বনাম লখনউয়ের ম্যাচটি ইডেনে হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ওই দিন রামনবমী থাকায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে সমস্যা হতে পারে বলে বাংলার ক্রিকেট বোর্ডকে (সিএবি) জানিয়েছে কলকাতা পুলিশ। এখনও তা নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

  • কলকাতা পুলিশ জানিয়েছে, ইডেন গার্ডেন্স বা কলকাতা ময়দান সংলগ্ন এলাকায় যত রাস্তা আছে, নির্দিষ্ট দিনে খেলা শুরু হওয়ার আগে সেই সব রাস্তায় মালবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সন্ধ্যায় খেলা থাকলে ওই রাস্তাগুলিতে বিকেল ৪টে থেকে রাত ১টা পর্যন্ত মালবাহী যান চলাচল নিয়ন্ত্রিত হবে। বিকেলে খেলা থাকলে যান চলাচল নিয়ন্ত্রিত হবে বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রয়োজনে এই সময় আরও বৃদ্ধি করা হতে পারে।
  • যে সমস্ত গাড়ি হাওড়া থেকে স্ট্র্যান্ড রোড কিংবা সেন্ট জর্জেস গেট রোড ধরে পোস্তা মার্কেটের দিকে যাবে, শুধু সেগুলিকে আটকানো হবে না বলে জানিয়েছে পুলিশ। তবে ইডেনের কাছাকাছি রাস্তায় এই ধরনের কোনও গাড়ি দাঁড়াতে দেওয়া হবে না।
  • ম্যাচের দিনগুলিতে মালবাহী গাড়ির গতিবিধি নিয়ন্ত্রিত থাকবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পাশের রাস্তায়। এর মধ্যে রয়েছে ডিএল খান রোড এবং ক্যাথিড্রাল রোডের মাঝের এজেসি বোস রোডের অংশ, হসপিটাল রোড, কুইনস্‌ওয়ে, ক্যাথিড্রাল রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ এবং লাভার্স লেন।
  • সন্ধ্যায় খেলা থাকলে বিকেল ৪টে থেকে রাত ১টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে ক্ষুদিরাম বোস রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ, গোষ্ঠ পাল সরণি। কোনও গাড়িই এই রাস্তা দিয়ে যেতে পারবে না। বিকেলে খেলা থাকলে রাস্তাগুলি বন্ধ থাকবে বেলা ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত। হাই কোর্টের দিকে যে সমস্ত গাড়ি যাবে, সেগুলিকে এসপ্ল্যানেড রো ওয়েস্ট দিয়ে যেতে দেওয়া হবে।
  • গোষ্ঠ পাল সরণি (কিংস্‌ওয়ে), ক্ষুদিরাম বোস রোড (অকল্যান্ড রোড), গভর্নমেন্ট প্লেস ইস্ট, রানি রাসমণি অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণি (রেড রোড), গুরুনানক সরণি (মেয়ো রোড) এবং ডাফরিন রোডে খেলা চলাকালীন সময়ে কোনও গাড়ি দাঁড় করানো (পার্কিং) যাবে না।
  • খেলার দিন নির্ধারিত সময়ে অন্যান্য গাড়িও বিভিন্ন বিকল্প রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। দক্ষিণ কলকাতার দিক থেকে বিবাদী বাগের দিকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে আরআর অ্যাভিনিউ বা জওহরলাল নেহেরু রোড-বেন্টিঙ্ক স্ট্রিট দিয়ে।
  • একই ভাবে উত্তর এবং পূর্ব কলকাতার গাড়িগুলিকে ঘোরানো হবে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে গণেশচন্দ্র অ্যাভিনিউ, ম্যাঙ্গো লেন হয়ে। এ ছাড়াও, এসএন ব্যানার্জি রোড দিয়ে আরআর অ্যাভিনিউ এবং ওল্ড কোর্ট হাউস স্ট্রিট থেকে এসপ্ল্যানেড রো ইস্ট দিয়ে গাড়ি ঘোরানো হবে।
  • বাইক আরোহীদের খেলার দিনগুলিতে এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, এসএন ব্যানার্জি রোড, আরআর অ্যাভিনিউ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
  • দক্ষিণ কলকাতা থেকে হাওড়ার দিকের গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং, এজেসি বোস রোড ক্রসিং এবং মেয়ো রোড ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ইডেন গার্ডেন্সের ধারেকাছে খেলার দিনে কোনও ট্যাক্সি, বাস বা অন্যান্য গাড়ি পার্ক করা যাবে না।
  • ব্যান্ড স্ট্যান্ড এবং অকল্যান্ড রোডে যে বাসস্ট্যান্ড রয়েছে, সেগুলি খেলার দিনে কিরণ শঙ্কর রায় রোড, এসপ্ল্যানেড রো ইস্ট এবং সেন্ট্রাল বাস টার্মিনালে স্থানান্তর করা হবে।
Vehicle Movement Restriction Kolkata Police IPL Match

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}