Advertisement
E-Paper

১৪ দিন ধরে একাধিক ট্রেন বাতিল হাওড়ায়, বেশ কিছুর সময় পরিবর্তন, যাত্রিভোগান্তির আশঙ্কা

রেল জানিয়েছে, হাওড়া স্টেশনের ১৫ নম্বর প্ল্যাটফর্মে রেললাইন থেকে শুরু করে পাওয়ার ব্লক, সিগন্যাল, ওভারহেড বৈদ্যুতিকরণ ব্যবস্থা-সহ রেলের পরিকাঠামোগত রক্ষণাবেক্ষণের কাজ ১৪ দিন ধরে চলবে।

An Image Of train

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৪ ০১:১২
Share
Save

হাওড়া স্টেশনের ১৫ নম্বর প্ল্যাটফর্মে ১৪ দিন ধরে কাজ চলবে। পাওয়ার ব্লক, সিগন্যাল, ওভারহেড বৈদ্যুতিকরণ ব্যবস্থা-সহ রেলের পরিকাঠামোগত রক্ষণাবেক্ষণ কাজ শুরু হতে চলেছে রবিবার থেকে। সেই কারণে ৭ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত হাওড়া শাখায় বাতিল থাকবে বেশ কিছু ট্রেন। অনেক ট্রেনের সময়েও পরিবর্তন করা হয়েছে। এই কয়েক দিন হাওড়ার বদলে সাঁতরাগাছি স্টেশন থেকে বেশ কিছু ট্রেন চলাচল করবে। শনিবার একটি বিবৃতি দিয়ে পূর্ব রেলের তরফে এ ব্যাপারে জানানো হয়েছে। এর পাশাপাশি যে সব ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে উল্লেখও করা হয়েছে রেলের ওই বিবৃতিতে। তবে, দু’সপ্তাহ হাওড়া শাখায় একাধিক ট্রেন বাতিল থাকার ফলে নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হচ্ছে।

রেল জানিয়েছে, ১৫ নম্বর প্ল্যাটফর্মে রেললাইন থেকে শুরু করে পাওয়ার ব্লক, সিগন্যাল, ওভারহেড বৈদ্যুতিকরণ ব্যবস্থা-সহ রেলের পরিকাঠামোগত রক্ষণাবেক্ষণ করা প্রয়োজন। হাওড়া স্টেশনের যাত্রীদের নিরবচ্ছিন্ন পরিষেবা দিতেই এই সমস্ত দিকে খেয়াল রাখতে হয় রেলকে। তার জন্যই দু’সপ্তাহ ধরে চলবে এই রক্ষণাবেক্ষণের কাজ।

আগামী ৭ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত হাওড়া থেকে বাতিল থাকছে সাতটি আপ পাঁশকুড়া লোকাল (৩৮৪২১, ৩৮৪২৫, ৩৮৪৩৫, ৩৮৪৪১, ৩৮৩১৭, ৩৮৪৪৯, ৩৮৪৫১) এবং আপ মেচেদা লোকাল (৩৮৩০৩)। এ ছাড়া, ডাউন লাইনে বাতিল থাকবে দু’টি মেচেদা-হাওড়া লোকাল (৩৮৩০৮, ৩৮৩১২)। তার সঙ্গে বাতিল থাকবে চারটি পাঁশকুড়া-হাওড়া লোকাল (৩৮৪৩৬, ৩৮৪৪০, ৩৮৪৫০, ৩৮৪৫৬)।

এই দু’সপ্তাহ মেচেদা-হাওড়া লোকাল (৩৮৩০৬), পাঁশকুড়া-হাওড়া লোকাল (৩৮৪০৮), (৩৮৪১২), (৩৮৪১৪), (৩৮৪১৮) ও (৩৮৪২২), উলুবেড়িয়া-হাওড়া লোকাল (৩৮১০৪), মেদিনীপুর-হাওড়া (৩৮৮০৮), ঘাটশিলা- হাওড়া মেমু এক্সপ্রেস (১৮০৩৪) হাওড়ার বদলে সাঁতরাগাছি স্টেশন অব্দি চলাচল করবে।

যে সকল ট্রেনগুলি হাওড়ার বদলে সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়বে— হাওড়া-পাঁশকুড়া লোকাল (৩৮৪০৩, ৩৮৪০৯, ৩৮৪১৭) এবং হাওড়া-উলুবেড়িয়া লোকাল (৩৮১০৩, ৩৮১০৫)।

Train cancel Local Trains Howrah railway station Howrah

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিমিয়াম খবর…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়।

  • সঙ্গে পান রোজ আনন্দবাজার পত্রিকার নতুন ই -পেপার পড়ার সুযোগ।

  • এখন না পড়তে পারলে পরে পড়ুন, 'সেভ আর্টিকল-এ ক্লিক করে।

প্ল্যান সিলেক্ট করুন

ক্যানসেল করতে পারবেন আপনার সুবিধামতো

SAVE 1%*
প্রতি বছরে

৫১৪৮

১৯৯৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
প্রতি মাসে

৪২৯

১৬৯

প্ল্যানটি সিলেক্ট করে 'Subscribe Now' ক্লিক করুন।শর্তাবলী প্রযোজ্য।