Advertisement
২১ ডিসেম্বর ২০২৪
Strike

কলকাতা-সহ রাজ্যে ধর্মঘটের মিশ্র প্রভাব, বিক্ষিপ্ত অশান্তি

বামেদের অভিযোগ, বিজেপি ও তৃণমূল ধর্মঘট বানচাল করার চেষ্টা চালাচ্ছে।

চাঁদনি চকে টায়ার পুড়িয়ে বন্‌ধ পালন যুব কংগ্রেস কর্মী-সমর্থকদের। —নিজস্ব চিত্র।

চাঁদনি চকে টায়ার পুড়িয়ে বন্‌ধ পালন যুব কংগ্রেস কর্মী-সমর্থকদের। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২০ ০৭:০০
Share: Save:

কলকাতা-সহ রাজ্য জুড়েই কম-বেশি প্রভাব পড়ল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকা ২৪ ঘণ্টার ধর্মঘটের। দেশের যে ক’টি রাজ্যে ধর্মঘট ঘিরে সকাল থেকে তুঙ্গে ছিল উত্তেজনার পারদ, পশ্চিমবঙ্গ তার মধ্যে একটি। ইদানীং কালের মধ্যে আর কোনও ধর্মঘটের এতটা প্রভাব এ রাজ্যে পড়েনি। এ দিন রাতেও কলকাতার বিভিন্ন এলাকায় জারি ছিল নানা কর্মসূচি। যাদবপুর ও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করেন পড়ুয়ারা।

কলকাতায় বহু এলাকাতেই দোকানপাট বন্ধ সকাল থেকে। রাস্তাঘাটে বাস কম। যাত্রী থাকলেও, অন্য দিনের তুলনায় বেশ কম। রেল-সড়ক অবরোধ হয়েছে জেলায় জেলায়। শিয়ালদহ বা হাওড়া স্টেশনে দিনের চেনা ছবি এ দিন নেই। রাজ্যে বিক্ষিপ্ত গোলমালের মধ্যে ধর্মঘটীদের কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আন্দোলনের নামে গুন্ডামি বরদাস্ত করা হবে না।’’

দেশের অর্থনৈতিক মন্দা, কর্মসংস্থানের বেহাল দশা, রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধের প্রতিবাদে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এই ২৪ ঘণ্টার ধর্মঘট ডেকেছে। সেই সঙ্গে জুড়ে গিয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা পঞ্জির (এনপিআর) বিরোধিতাও। পাশাপাশি রয়েছে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) হামলা এবং জামিয়া মিলিয়া ইসলামিয়ার মতো বিশ্ববিদ্যালয়ে পুলিশি বর্বরতার মতো ইস্যুগুলোও। ধর্মঘটে সামিল হয়েছে বিভিন্ন ছাত্র-যুব-কৃষক সংগঠনও।

ইস্যুগুলিকে সমর্থন করলেও, ধর্মঘটের বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। প্রশাসনকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই অবস্থানকে ‘দ্বিচারিতা’ হিসেবে চিহ্নিত করেছে সিপিএম। বামেদের অভিযোগ, বিজেপি ও তৃণমূল ধর্মঘট বানচাল করার চেষ্টা চালাচ্ছে।

এক নজরে রাজ্য জুড়ে বন্‌ধের চিত্র​:

• প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখান পড়ুয়ারা

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ুয়াদের অবস্থান। নিজস্ব চিত্র

• এ দিন রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরেও চলে এসএফআই-এর বিক্ষোভ

যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে পড়ুয়াদের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। নিজস্ব চিত্র

• তৃণমূলের অভিযোগ, সিপিএম-কংগ্রেসের মদতে সুজাপুরে গন্ডগোল

• ধর্মঘটকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র মালদহের সুজাপুর। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয় বলে অভিযোগ। তাঁদের হঠাতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। অভিযোগ সে সময় কাঁদানে গ্যাস এবং রাবার বুলেটও ছোড়া হয় পুলিশের পক্ষ থেকে।

ধর্মঘটীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। —নিজস্ব চিত্র।

• ধর্মঘটীদের প্রতি মুখ্যমন্ত্রীদের পরামর্শ, ‘‘গণতান্ত্রিক পথে আন্দোলন করুন। গুন্ডামি করবেন না। গায়ের জোরে ধর্মঘট নয়। পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে।’’

• বন্‌ধ সফল করতে ধর্মঘটীদের পন্থা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন বন্‌ধ চলাকালীন হৃদয়পুরে ট্রেন লাইনে বোমা মিলেছে। ওই ঘটনার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ট্রেন লাইনে বোমা রাখাটা গুন্ডামি। এই দাদাগিরি আন্দোলন নয়। একে ধিক্কার জানাই।’’

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে চলছে পিকেটিং। —নিজস্ব চিত্র।

• কলকাতার বড়বাজার, কলেজ স্ট্রিট বা বৌবাজারের মতো পার্ক সার্কাসেও ধর্মঘটের জেরে বন্ধ ছিল দোকানপাট।

• দার্জিলিঙের হিলকার্ট রোডে টায়ার জ্বালিয়ে, স্লোগান দিয়ে ধর্মঘট পালন।

• হলদিয়া শিল্পাঞ্চলে ধর্মঘটের প্রভাব পড়েনি।

পথে নামলেন বিমান বসু। —নিজস্ব চিত্র।

• কোচবিহারে ধর্মঘটের মিশ্র প্রভাব।

• রাসবিহারী মোড়ে উত্তেজনা থামাতে নামানো হল র‌্যাফ।

• রাসবিহারী অ্যাভিনিউতে বন্‌ধকে কেন্দ্র করে তৃণমূল এবং বাম কর্মী-সমর্থকদের ঝামেলা।

চাঁদনি চকে যুব কংগ্রেস কর্মীদের রাস্তা অবরোধ। —নিজস্ব চিত্র।

• এন্টালীতে মিছিলে শামিল হন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-সহ বহু কর্মী-সমর্থকেরা।

• বন্‌ধের মিশ্র প্রভাব পড়েছে কলকাতায়।

• এন্টালী মার্কেট বন্ধ রয়েছে।

• মৌলালী থেকে মিছিল শুরু হবে বামেদের বিশাল জমায়েত।

• বেলেঘাটায় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি।

• বড়বাজারের পোস্তা, কলেজ স্ট্রিট-সহ শিয়ালদহের ব্যবসায় সংগঠনগুলির সমর্থন পেয়েছে ধর্মঘট। ওই সব এলাকায় বহু দোকানপাট বন্ধ রয়েছে।

প্রায় জনশূন্য সূর্য সেন স্ট্রিট। —নিজস্ব চিত্র।

• সূর্য সেন স্ট্রিট, এমজি রোড-সহ বিভিন্ন জায়গায় বন্ধ রয়েছে দোকানপাট।

• শহরের রাস্তায় বাস থাকলেও লোকজনের সংখ্যা খুবই কম।

• কিছুটা বন্‌ধের মুডে রয়েছে উত্তর কলকাতার বিভিন্ন জায়গা।

বন্‌ধের জেরে আটকে পড়লেন যাত্রীরা। হাওড়া স্টেশনের বাইরে তোলা নিজস্ব চিত্র।

• যাদবপুরে বন্‌ধের সারা মিলেছে।

• বৌবাজার বন্ধ সোনাপট্টি।

• সুজন চক্রবর্তী-সহ ধৃত বেশ কয়েক জন বাম নেতা।

• বাস ও পুলিশের গাড়িতে ভাঙচুর।

• যাদবপুরে ধর্মঘট ঘিরে ধুন্ধুমার।

• বড়বাজারে জোর করে দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ।

• অন্যান্য দিনের তুলনায় আজ অনেকটাই ফাঁকা শিয়ালদহ, এন্টালী, বেলেঘাটা চত্বর।

দক্ষিণ দিনাজপুরে মিছিলে শামিল বাম কর্মী-সমর্থকেরা। —নিজস্ব চিত্র।

• সেন্ট্রাল অ্যাভেনিউ থেকে এম জি রোডে ধর্মঘটের প্রভাব পড়েছে।

• ঝামেলার আশঙ্কায় কলেজ স্ট্রিট চত্বরে বহু দোকান বন্ধ রেখেছে দোকানিরা।

• সেন্ট্রাল অ্যাভিনিউতে টায়ার পুড়িয়ে বন্‌ধ পালন কংগ্রেস কর্মী-সমর্থকদের।

• ধর্মঘটের জেরে কলকাতা শহরে লাগামহীন অ্যাপক্যাবের ভাড়া।

• কোচবিহারে ধর্মঘটীদের সঙ্গে বচসা সাধারণ মানুষের।

• চন্দননগর স্টেশনে উঠল অবরোধ।

• জলপাইগুড়ির বাস ডিপোয় বাস ভাঙচুর।

অশোকনগরে অবরোধ। —নিজস্ব চিত্র।

• হাওড়া ডিভিশনে হিন্দমোটরে মেন লাইনে ট্রেন চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেন বন্‌ধ সমর্থকেরা।

• ওভারহেড তারে কলাপাতা ফেলে ট্রেন বন্ধ রাখার চেষ্টা ঘুটিয়ারি শরিফ শরিফ, চম্পাহাটি, লক্ষ্মীকান্তপুর, মথুরাপুরে।

• শিয়ালদহ থেকে অনেক ট্রেন ছাড়েনি।

• আগরপাড়া, মগরাহাট, চম্পাহাটি ও শ্যামনগরে রেল অবরোধ।

• ব্যান্ডেল-হাওড়া লাইনে ট্রেন চলাচল বিপর্যস্ত। স্টেশনগুলিতে বেশ কয়েকটি লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে।

• যাদবপুর স্টেশনে উপস্থিত হলেন বাম নেতা সুজন চক্রবর্তী।

• যাদবপুর স্টেশনে রেল অবরোধ ধর্মঘট সমর্থনকারীদের। আপ ও ডাউন লাইনে ট্রেন আপাতত বন্ধ।

• সকাল থেকেই ট্রেন চলাচল বিপর্যস্ত। বিভিন্ন জায়গায় বন্‌ধ সমর্থনকারীদের অবরোধ চলছে।

• শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত।

• চন্দ্রকোণা রোডে বিক্ষোভ।

উল্টোডাঙায় পথ অবরোধ। —নিজস্ব চিত্র।

• বারাসত, বেলঘরিয়া ও শ্যামনগরে রেল অবরোধ।

• বারাসতের কাছে হৃদয়পুর স্টেশনে মিলল ৩টি তাজা বোমা। বোমা নিষ্ক্রিয় করল জিআরপি ।

• বারাসতে বন্‌ধের সমর্থনে ধর্মঘটীদের মিছিল।

• হাজরা মোড়ে পুলিশ কর্মীদের প্রহরা।

• শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বিভিন্ন সরকারি-বেসরকারি বাস চলছে।

• যাদবপুরে যান চলাচল স্বাভাবিক।

• যাদবপুরে বন্‌ধের সমর্থনে বামেদের মিছিল।

• ধর্মঘট শুরু হওয়ার প্রথম এক ঘণ্টা তার প্রভাব দেখা যায়নি কলকাতা বিমানবন্দরে। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে উড়ান।

• জলপাইগুড়িতে ধর্মঘটীদের সঙ্গে বাসচালকদের বচসা। হেলমেট খুলে বাস চালানোর জন্য অনুরোধ ধর্মঘটীদের।

• রাস্তা অবরোধ তমলুকেও।

• ধর্মঘটের সমর্থনে বর্ধমানে পথ অবরোধ।

• শহরে গাড়ির সংখ্যা অন্যান্য দিনের থেকে কম।

• হাওড়া ব্রিজে যান চলাচল স্বাভাবিক।

অন্য বিষয়গুলি:

Strike NRC NPR Trade Unions
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy