Advertisement
০২ নভেম্বর ২০২৪
Strike

পরীক্ষার্থীদের বাধা নয়

কেন্দ্রীয় সরকার সর্বভারতীয় নেট বাতিল করেনি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ০৫:৩০
Share: Save:

সর্বভারতীয় নেট পরীক্ষার্থীদের আজ, বৃহস্পতিবার ধর্মঘটে বাধা না দেওয়ার জন্য কর্মী-সমর্থকদের বার্তা দিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। পরীক্ষার অ্যাডমিট কার্ড থাকলেই তাঁদের ছেড়ে দেওয়ার জন্য ধর্মঘটীদের বলা হয়েছে শ্রমিক নেতৃত্বের তরফে। সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, শিল্পভিত্তিক ফেডারেশন এবং ১২ জুলাই কমিটির তরফে সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু বুধবার বলেন, ‘‘অনেক আগে থেকেই এই ধর্মঘটের ঘোষণা হয়েছিল। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার সর্বভারতীয় নেট বাতিল করেনি। এমতাবস্থায় পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেন এবং কোনও বাধা না পান, তা সুনিশ্চিত করার জন্য ধর্মঘট সমর্থনকারী সমস্ত সংগঠনকে অনুরোধ করছি।’’

অন্য বিষয়গুলি:

Strike Trade Union NEET
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE