Advertisement
০৯ জানুয়ারি ২০২৫
News Of The Day

ওয়াকফ নিয়ে তৃণমূলের সমাবেশ। অভিষেকের উদ্যোগে চিকিৎসক সম্মেলন। বাংলাদেশ-বিতর্ক। আর কী

আজ থেকে নিজের লোকসভা কেন্দ্রে এক মাসব্যাপী স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত ‘কর্মযজ্ঞ’ শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে তিনি আজ আমতলার ‘সমন্বয়’ প্রেক্ষাগৃহে একটি চিকিৎসক সম্মেলনে (ডক্টর্স সামিট) যোগ দেবেন।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৪ ০৭:০৬
Share: Save:

ওয়াকফ বিলের বিরোধিতায় তৃণমূলের সংখ‍্যালঘু সেলের সমাবেশ রানি রাসমনি রোডে

নরেন্দ্র মোদীর সরকার যে ওয়াকফ সংশোধনী বিল (২০২৪) এনেছে, তার প্রতিবাদে তৃণমূলের সংখ্যালঘু সেলকে সমাবেশ করার নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। আজ রানি রাসমণি অ্যাভিনিউয়ে এ নিয়ে সমাবেশের আয়োজন করেছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম‍্যান তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। ওই সমাবেশে আজ উপস্থিত থাকতে পারেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, লোকসভায় তৃণমূলের মুখ‍্যসচেতক কল‍্যাণ বন্দ‍্যোপাধ‍্যায়েরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, সমাবেশে ওয়াকফ বিল নিয়ে তৃণমূলের অবস্থান স্পষ্ট করবেন কল্যাণ। কেন্দ্রের আনা ওয়াকফ সংশোধনী বিল এখন যৌথ সংসদীয় কমিটির কাছে রয়েছে। ওই কমিটিরই সদস্য কল্যাণ। ওয়াকফ বিল নিয়ে বিধানসভায় সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তাঁর অভিযোগ, ওয়াকফ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনও আলোচনা করেনি কেন্দ্র। ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ এবং দেশে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, এ কথা স্মরণ করিয়ে দিয়ে মমতা জানিয়েছিলেন, এই বিলের বিরোধিতা করবেন তাঁরা। আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।

ডায়মন্ড হারবারে অভিষেকের উদ্যোগে চিকিৎসক সম্মেলন

আজ থেকে নিজের লোকসভা কেন্দ্রে এক মাসব্যাপী স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত ‘কর্মযজ্ঞ’ শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে তিনি আজ আমতলার ‘সমন্বয়’ প্রেক্ষাগৃহে একটি চিকিৎসক সম্মেলনে (ডক্টর্স সামিট) যোগ দেবেন। সেখানে ১২০০-রও বেশি চিকিৎসকের অংশ নেওয়ার কথা। থাকবেন জুনিয়র ডাক্তারেরাও। আরজি কর-কাণ্ডের পর অভিষেকের এই কর্মসূচি চিকিৎসকদের সঙ্গে নতুন করে ‘সেতুবন্ধন’ বা ‘সেতু মেরামতি’র প্রয়াস বলে মনে করছেন অনেকে। ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা এলাকায় গোটা জানুয়ারি মাস জুড়ে স্বাস্থ্যশিবির হবে। প্রতিটি বিধানসভায় ১০ দিন করে স্বাস্থ্যশিবির করার পরিকল্পনা হয়েছে। সেই কারণেই এই বিশেষ সম্মেলন।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

সন্ন্যাসীর গ্রেফতারি ও বাংলাদেশ-বিতর্ক

বাংলাদেশে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের আইনি অধিকার অক্ষুণ্ণ রাখতে কড়া বার্তা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। সে দেশের ইসকন গতকাল তাদের আগের অবস্থান থেকে কিছুটা সরে এসে জানিয়েছে, ওই সন্ন্যাসীকে সংস্থা বহিষ্কার করলেও তাঁর অধিকার এবং সে দেশে মন্দির রক্ষায় তাঁর ভূমিকাকে সমর্থন করে। বাংলাদেশে চিন্ময়কৃষ্ণের গ্রেফতারিতে সে দেশের সংখ্যালঘুরা পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন। তবে সন্ন্যাসী এখনও কারান্তরালে। আজ নজর থাকবে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার গতিপ্রকৃতির দিকে।

শীতের আমেজে নিম্নচাপের ধাক্কা, আবার ঠান্ডা কবে

আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আরও খানিকটা তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আজ থেকে দক্ষিণের তিনটি জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব বাংলায় পড়বে না। পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বরের শুরুর দিকে আবার পারদ নামতে পারে। সাগরে নিম্নচাপের প্রভাব কেটে গেলে নতুন করে তাপমাত্রা কমবে।

কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি

কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচিতে আজ অংশ নেবেন ফিরহাদ হাকিম। প্রায় প্রতি শনিবার এই কর্মসূচি করে থাকেন তিনি। সেখানে কলকাতার বাসিন্দারা নিজেদের নানান অভাব-অভিযোগ, সমস্যা নিয়ে ফোন করে সরাসরি ফিরহাদের সঙ্গে কথা বলেন। যদি তা সমাধানযোগ্য হয় তবে মেয়র তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আধিকারিকদের। আজ এই খবরে নজর থাকবে।

অন্য বিষয়গুলি:

News of the Day Narendra Modi Mamata Banerjee Doctors Summit iscon Winter Talk to Mayor Waqf Bill Abhishek Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy