Advertisement
E-Paper

লন্ডন থেকে মুখ্যমন্ত্রী রওনা দেবেন কলকাতার উদ্দেশে। ইউনূস-জিংপিং বৈঠক। ধোনি বনাম কোহলি। আর কী

সাত দিনের সফরে ব্রিটেনে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই সফর শেষ হচ্ছে। রাত ১০টা নাগাদ মমতা কলকাতার উদ্দেশে রওনা দেবেন হিথরো বিমানবন্দর থেকে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৫ ০৭:৫৪
Share
Save

ব্রিটেন সফর শেষ করে লন্ডন থেকে মমতা রওনা দেবেন কলকাতার উদ্দেশে

সাত দিনের সফরে ব্রিটেনে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই সফর শেষ হচ্ছে। রাত ১০টা নাগাদ মমতা কলকাতার উদ্দেশে রওনা দেবেন হিথরো বিমানবন্দর থেকে। লন্ডন থেকে দুবাই হয়ে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। কলকাতায় তাঁর নামার কথা শনিবার সন্ধ্যায়। তার আগে বৃহস্পতিবার দুপুরে (স্থানীয় সময়) মমতা গিয়েছিলেন ব্রিটেনের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় অক্সফোর্ডে। সেখানে তাঁর সঙ্গে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কেলগ কলেজের প্রেক্ষাগৃহ ‘দ্য হাব’-এ বক্তৃতা করেছেন মমতা। পরে অক্সফোর্ডের ভারত বিষয়ক ফ্যাকাল্টির ২৫ জন ছাত্রছাত্রী এবং গবেষকের সঙ্গে একান্ত বৈঠক করেন তিনি। তাঁর ব্রিটেন সফর সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ।

ইউনূস-জিংপিং বৈঠক, নজর চিন-বাংলাদেশের কূটনীতিতে

ভারতের সঙ্গে কূটনৈতিক চাপানউতরের মাঝেই চিন সফরে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আজ চিনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে এটিই ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। ফলে অনুমান করা যায়, চিনা প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠককে বাড়তি গুরুত্ব দিতে চলেছে বাংলাদেশ। এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, ইউনূস প্রথমে ভারতেই আসতে চেয়েছিলেন। তবে সাড়া না পেয়ে তিনি চিন সফরে গিয়েছেন। যদিও বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার ইউনূসকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আরজি কর মামলার শুনানি হাই কোর্টে

আজ আরজি কর মামলার শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। দুপুর নাগাদ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলাটির শুনানি হবে। গত শুনানিতে সিবিআইয়ের কাছে কেস ডায়েরি চেয়েছিল আদালত। বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, পরবর্তী শুনানির দিন সিবিআইকে জানাতে হবে দোষী সঞ্জয় রায় ছাড়া অন্য কেউ জড়িত কি না। এ ছাড়া তাদের স্পষ্ট করতে হবে, নির্যাতিতার গণধর্ষণ হয়েছিল কি না। আজ ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে কী জানায় সে দিকে নজর থাকবে।

আইপিএলে মহারণ, লড়াই ধোনি বনাম কোহলির

আইপিএলে আজ আবার বড় ম্যাচ। মুখোমুখি মহেন্দ্র সিংহ ধোনি ও বিরাট কোহলি। লড়াই চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। দুই দলই প্রথম ম্যাচে জিতেছে। ধোনিরা হারিয়েছেন মুম্বইকে। কোহলিরা হারিয়েছেন কলকাতাকে। খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

রাজ্যে ক্রমেই বাড়বে গরম, পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তি

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পাবে। আগামী দু’দিন দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। স্বাভাবিকের থেকে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে অস্বস্তি বৃদ্ধি পাবে। বৃহস্পতিবারই সিউড়ি, পানাগড়ে তাপমাত্রা ছিল প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গেও তাপমাত্রা আগামী দু’দিন ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তার পরের তিন দিন তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আজ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

News of the Day Mamata Banerjee Chennai Super Kings Royal Challengers Bengaluru IPL RG Kar Rape and Murder Case Muhammad Yunus Summer Season

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।