Advertisement
E-Paper

ট্যাংরায় তিন মৃত্যু কী ভাবে? কোন পথে তদন্ত। দিল্লির মুখ্যমন্ত্রীর শপথ। বিধানসভার অধিবেশন। আর কী

রহস্যমৃত্যুর মামলায় ইতিমধ্যে বেশ কিছু তথ্য পুলিশের হাতে এসেছে। তবে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ্যে আনতে চাইছেন না পুলিশকর্মীরা।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২৬
Share
Save

ট্যাংরায় তিন মৃত্যু কী ভাবে, রহস্যের জট কি ছাড়িয়ে ফেলতে পারবে লালবাজার

ট্যাংরায় দুই মহিলা এবং এক কিশোরীর রহস্যমৃত্যুর জট এখনও কাটেনি। আত্মহত্যা না কি খুন, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। বুধবার রাতেই ট্যাংরা থানায় খুনের মামলা রুজু করেছেন মৃত এক মহিলার বাবা। তবে নির্দিষ্ট ভাবে কারও নামোল্লেখ করা নেই সেই অভিযোগে। ওই পরিবারের আরও তিন সদস্য বুধবার ইএম বাইপাসের ধারে দুর্ঘটনার কবলে পড়েন। আহতদের মধ্যে এক নাবালকও রয়েছে। বাকি দুই আহত কিছুটা সুস্থ হলে ঘটনার পুনর্নির্মাণ করতে চায় পুলিশ। রহস্যমৃত্যুর মামলায় ইতিমধ্যে বেশ কিছু তথ্য পুলিশের হাতে এসেছে। তবে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ্যে আনতে চাইছেন না পুলিশকর্মীরা। মৃত্যুর নেপথ্যে আর্থিক সমস্যা বা পারিবারিক কোনও কারণ, না কি ঠান্ডা মাথায় খুন? তদন্তে নেমে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। আজ কোন দিকে তদন্ত এগোয়, তা নজরে থাকবে।

দিল্লির মুখ্যমন্ত্রী পদে রেখা গুপ্তের শপথগ্রহণ

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্তকে বুধবার বেছে নিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব! আজ দুপুর ১২টায় রামলীলা ময়দানে রেখা-সহ নতুন মন্ত্রিসভার সদস্যেরা শপথ নেবেন। দিল্লির উপরাজ্যপাল (লেফটেন্যান্ট গভর্নর) ভিকে সক্সেনা রেখা এবং অন্য মন্ত্রীদের মন্ত্রগুপ্তির শপথ পাঠ করাবেন। এই খবরে নজর থাকবে আজ।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বিধানসভার অধিবেশন: প্রথমার্ধের শেষ দিন

বাজেট অধিবেশনের প্রথমার্ধের শেষ দিনে আজ উত্তপ্ত হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভা। দিনের প্রথমার্ধে বাজেট বিতর্কে অংশ নেবেন তৃণমূল এবং বিজেপি বিধায়কেরা। সেই আলোচনা তপ্ত হতে পারে। তবে উত্তাপ আরও বৃদ্ধির আশঙ্কা দ্বিতীয়ার্ধে। কারণ, মধ্যাহ্নভোজের বিরতির পর বিরোধী দলনেতার নেতৃত্বে বিধানসভা থেকে মিছিল করে বিজেপি বিধায়কেরা রাজভবনে যাবেন। চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা এবং মুখ্যমন্ত্রীর ‘মৃত্যুকুম্ভ’ মন্তব্যের প্রতিবাদে রাজ‍্যপালের কাছে স্মারকলিপি দেবে বিজেপি।

কলকাতা পুরসভার বাজেট অধিবেশন

আজ কলকাতা পুরসভায় বাজেট অধিবেশন। মেয়র ফিরহাদ হাকিম এই বাজেট পেশ করবেন। তিন দিন ধরে চলবে পুরসভার এই অধিবেশন। আগামী সোম এবং মঙ্গলবার বাজেট নিয়ে আলোচনায় অংশ নেবেন তৃণমূল, বিজেপি, কংগ্রেস এবং বামেদের কাউন্সিলররা। প্রসঙ্গত, এ বছর শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন ফিরহাদ। কারণ, আগামী বছর রাজ‍্য বিধানসভার ভোটের পরেই ভোট হবে পুরসভায়।

বিএসএফ-বিজিবি শীর্ষ স্তরের বৈঠকের শেষ দিন

শেখ হাসিনার সরকারের পতনের পর এই প্রথম বার দিল্লিতে ভারত এবং বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা বাহিনীর বৈঠক হল। সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র প্রধান দলজিৎ সিংহ চৌধরির সঙ্গে বৈঠক করতে সোমবার দিল্লিতে আসেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর প্রধান মুহাম্মদ আশরাফ-উজ়-জ়ামান। বিজিবি কর্তার চার দিনের ভারত সফর শেষ হচ্ছে আজই। দু’দেশের সীমান্ত সংক্রান্ত কোন কোন বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে, কী কী বিষয় উঠে এল, সে দিকে নজর থাকবে আজ।

News of the Day Rekha Gupta Delhi KMC West Bengal Legislative Assembly Tangra Case

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}