Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
News of the Day

আরজি কর শুনানি: কী বলবে সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্তে নতুন কোনও সূত্র কি মিলবে.. দিনভর আর কী কী

ঘটনার পর দিন কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল এক জনকে। হাই কোর্টের সিবিআই-নির্দেশের পরে আজ সুপ্রিম কোর্ট এই মামলায় কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।

Graphical Representation

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ অগস্ট ২০২৪ ০৭:১০
Share: Save:

আরজি কর মেডিক্যাল কলেজে এক মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। আজ ওই মামলাটি শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। প্রধান বিচারপতি ছাড়াও ওই বেঞ্চে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র।

আরজি কর: সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে স্বতঃপ্রণোদিত মামলা

শীর্ষ আদালত জানিয়েছে, প্রধান বিচারপতির এজলাসে প্রথমে অন্য কোনও মামলার শুনানি হবে না। কোর্ট খুললে সবার আগে আরজি কর মামলা শুনবে আদালত। অর্থাৎ, আজ সকাল সাড়ে ১০টায় ওই মামলাটির শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা হাই কোর্ট ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়। গত পাঁচ দিন ধরে সিবিআই অনেককে জিজ্ঞাসাবাদ করেছে। ঘটনার পর দিন কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল এক জনকে। হাই কোর্টের সিবিআই-নির্দেশের পরে আজ সুপ্রিম কোর্ট এই মামলায় কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।

চিকিৎসক খুন: সিবিআই তদন্তে নতুন সূত্র কি মিলবে

আরজি কর-কাণ্ডে সোমবার কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে গিয়েছিল সিবিআইয়ের একটি দল। তদন্তকারীদের সূত্রে খবর, কলকাতার বিভিন্ন রাস্তায় বসানো সিসি ক্যামেরার ফুটেজ নিতেই সেখানে গিয়েছিলেন তাঁরা। সোমবার নির্যাতিতার বাড়িতেও যায় সিবিআইয়ের একটি দল। কেন সিবিআইয়ের দল গিয়েছে, তা যদিও স্পষ্ট হয়নি। অন্য দিকে, সোমবার চতুর্থ বার সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কেন বার বার সন্দীপকে তলব করা হচ্ছে, তা-ও স্পষ্ট নয় এখনও। তদন্তে নতুন কোনও সূত্র মিলল কি না আজ সেই খবরে নজর থাকবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুর মামলার শুনানি

আরজি করের ঘটনার প্রেক্ষিতে করা মন্তব্য নিয়ে গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। মামলা দায়ের করতে চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তাঁর আইনজীবী। সোমবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আজ ওই মামলার শুনানি রয়েছে। সুখেন্দুর মামলায় আজ আদালত কী নির্দেশ দেয় নজর থাকবে সে দিকে।

আরজি কর-কাণ্ড নিয়ে নানা মামলার শুনানি হাই কোর্টে

আরজি করের ঘটনার প্রতিবাদে মিছিল করতে চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত ওই ঘটনার প্রতিবাদে মৌলালি থেকে ধর্মতলার ডোরিনা ক্রোসিং পর্যন্ত মিছিল করতে চেয়ে আবেদন করেন। আজ বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে ওই মামলার শুনানি রয়েছে। অন্য দিকে, আরজি কর-কাণ্ডে চিকিৎসকদের লাগাতার কর্মবিরতি নিয়ে হাই কোর্টে মামলা করেন এক চিকিৎসক। তাঁর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশিকা না-মেনে আরজি কর নিয়ে কর্মবিরতি করছেন চিকিৎসকদের একাংশ। তাঁদের কাজে ফেরার নির্দেশ দিক আদালত। আজ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি রয়েছে। এ ছাড়া রবিবার ডার্বি ম্যাচ বাতিল ঘিরে ফুটবল সমর্থকদের উপর পুলিশের আচরণ নিয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়। ওই মামলারও আজ শুনানি হবে। ওই সব মামলায় আদালত কী কী নির্দেশ দেয় সে দিকে নজর থাকবে।

বৃষ্টি কি কমবে দক্ষিণে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ থেকে বৃষ্টি কমবে। তবে বৃষ্টির জন্য সতর্কতা জারি উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমের বাকি জেলাগুলিতে। বুধবার পর্যন্ত সেখানে ভারী বৃষ্টি চলতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

অন্য বিষয়গুলি:

R G Kar Hospital CJI DY Chandrachud Supreme Court of India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy