Advertisement
১৮ জানুয়ারি ২০২৫
News Of The Day

কাউন্সিলর সুশান্তকে খুনের চেষ্টার নেপথ্যে কি আর কেউ। শ্যামবাজারে প্রতিবাদ-জমায়েত। আর কী নজরে

সময় যত গড়াচ্ছে কসবাকাণ্ডে প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে কেন আফরোজ় খুনের পরিকল্পনা করেছিলেন, তার খানিক আভাসও পেয়েছেন তদন্তকারীরা।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ০৭:০৪
Share: Save:

কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় ইতিমধ্যেই ‘মূল ষড়যন্ত্রকারী’ আফরোজ় খান ওরফে গুলজ়ারকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়াও আগেই এক বন্দুকবাজ এবং এক ট্যাক্সিচালককে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। সময় যত গড়াচ্ছে কসবাকাণ্ডে প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য। কেন আফরোজ় খুনের পরিকল্পনা করেছিলেন, তার খানিক আভাসও পেয়েছেন তদন্তকারীরা। জেরায় তিনি জানিয়েছেন, তাঁর জমি নিয়ে নিয়েছিলেন সুশান্ত।

তৃণমূল কাউন্সিলর সুশান্তকে খুনের চেষ্টার তদন্ত কোন পথে, জালে কি আরও কেউ

কসবাকাণ্ডের নেপথ্যে কি আফরোজ়? না কি অন্য কেউ জড়িত? তা নিয়ে এখনও ধন্দে পুলিশ। তিন বন্দুকবাজের মধ্যে এক জনকে ধরা গেলেও তাঁর বাকি দুই সঙ্গী এখনও অধরা। তাঁদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। কসবাকাণ্ডে নতুন কেউ গ্রেফতার হবেন কি? তদন্ত কোন পথে এগোবে? আজ নজর থাকবে সেই সংক্রান্ত খবরে।

তৃণমূলের উপ-পুরপ্রধানের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত

দু’দিন নিখোঁজ থাকার পর শুক্রবার রাতে বাড়ি ফিরেছিলেন উত্তর ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যান সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। কিন্তু শনিবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ির চিলেকোঠা থেকে। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে আড়াই পাতার একটি চিঠি। যা সুইসাইড নোট বলে দাবি করে পরিবার। পুলিশ ওই চিঠি পরীক্ষা করে দেখছে। পরিবারের দাবি, একটি ভুয়ো ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছিল সত্যজিৎকে। তারা কয়েক জনের নামও করেছে৷ তবে কাউকে গ্রেফতার করেনি পুলিশ। নতুন কোনও তথ্য উঠে আসে কি না তদন্তে, সে দিকে আজ নজর থাকবে।

আরজি কর-কাণ্ডের ১০০ দিন, শ্যামবাজারে প্রতিবাদ-জমায়েত

আজ আরজি কর-কাণ্ডের ১০০ দিন। জুনিয়র ডক্টরস্ ফ্রন্ট-সহ একাধিক নাগরিক সংগঠন কলকাতা ও লাগোয়া এলাকায় কর্মসূচি গ্রহণ করেছে। সেই খবরে আজ নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

উত্তরপ্রদেশের হাসপাতালে ১০ শিশুর মৃত্যুর তদন্ত

শুক্রবার রাতে আগুন লাগে ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজের শিশু বিভাগে। মৃত্যু হয় ১০ সদ্যোজাতের। আহত অবস্থায় ১৬ জন শিশুকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের সরকার। ঝাঁসির ডিভিশনাল কমিশনার এবং ডিআইজিকে ১২ ঘণ্টার মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আজ এই তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে।

রাজ্য জুড়ে তাপমাত্রা কমছে, কোথায় কতটা পারদপতন

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্যের উত্তর থেকে দক্ষিণে আগামী দু’-তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরের দু’দিন তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিও আগামী দিনে শুষ্ক থাকবে বলেই পূর্বাভাস।

অন্য বিষয়গুলি:

News of the Day Kasba Attempt to Murder Case TMC Murder RG Kar Medical College and Hospital Incident Uttar Pradesh News Winter season
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy