Advertisement
২২ জানুয়ারি ২০২৫
News of the Day

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের শেষ এজলাস। জগদ্ধাত্রী পুজো। আর কী কী দিনভর নজরে

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ শুক্রবার এই মামলার রায় জানাবে। এ ছাড়া আরও বেশ কয়েকটি মামলায় আজ রায় দেবে প্রধান বিচারপতির বেঞ্চ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ ০৭:২৯
Share: Save:

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের শেষ এজলাস

আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় শেষ বার বসছেন শীর্ষ আদালতের এজলাসে। আগামী ১০ নভেম্বর তাঁর অবসর গ্রহণের দিন। তার আগে শেষ কর্মদিবস শুক্রবারই। শেষ দিনে তাঁর এজলাসে মোট ৪৭টি মামলা তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মামলার রায়। সেটিকে কি সংখ্যালঘুদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গণ্য করা হবে? প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ শুক্রবার এই মামলার রায় জানাবে। এ ছাড়া আরও বেশ কয়েকটি মামলায় আজ রায় দেবে প্রধান বিচারপতির বেঞ্চ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, দর্শনার্থীদের ভিড় কেমন

জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছে চন্দননগর। আজ সপ্তমী। তবে ষষ্ঠী থেকেই পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এমনিতে চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির নিয়ন্ত্রণে ১৭৭টি পুজো হয়। এ ছাড়াও ছোট-বড় মিলিয়ে শহরের অলিগলিতে হয় আরও অনেক পুজো। পাঁচ দিন ধরে উৎসবে মেতে থাকেন চন্দননগরবাসী। সপ্তমীর ভিড় ষষ্ঠীকে টপকাতে পারে কি না, সেই সংক্রান্ত খবরের দিকে আজ নজর থাকবে।

রাজ্যে ঢুকবে উত্তুরে হাওয়া, কবে থেকে শীতের আমেজ

কবে আসবে শীতকাল? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশের উপযুক্ত পরিস্থিতি তৈরি হবে। তার পর থেকেই মিলতে পারে শীতের আমেজ। আগামী পাঁচ দিন রাজ্যের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

হোয়াইট হাউসে আসছেন ট্রাম্প ইজ়রায়েল-হামাস দ্বন্দ্ব মিটবে কি

ইজ়রায়েল-হামাস দ্বন্দ্বের এক বছর পেরিয়েছে। শান্ত হয়নি পশ্চিম এশিয়ার রণাঙ্গন। আমেরিকায় ক্ষমতায় আসতে চলেছেন ট্রাম্প। শপথগ্রহণ অনুষ্ঠানের মাসদুয়েক বাকি। তবে এর মধ্যেই প্যালেস্টাইনিরা আশায় বুক বাঁধছেন দীর্ঘ যুদ্ধযন্ত্রণার যদি অবসান হয়। এই খবরের দিকে নজর থাকবে আজ।

ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর আমেরিকার ঘটনাপ্রবাহ

ইতিমধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের মুখ কারা হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে আমেরিকায়। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, ২০১৬ সালে ট্রাম্প জেতার পরে এমন অনেক পূর্বাভাসই শেষ পর্যন্ত মেলেনি। অনেকেই ভাবছেন ইলন মাস্ক থাকবেন সচিব তালিকায়। উঠে আসছে ভারতীয় বংশোদ্ভূত তুলসী গাবার্ডের নামও। এই খবরের দিকে নজর থাকবে।

অন্য বিষয়গুলি:

CJI DY Chandrachud Supreme Court of India Jagadhatri Puja 2024 Chandannagar Donald Trump america White House
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy