আরজি কর: দোষী সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের আবেদন নিয়ে রায় দেবে হাই কোর্ট
আরজি কর কাণ্ডে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের শাস্তি দিয়েছে শিয়ালদহ আদালত। আরজি করের ধর্ষণ ও খুনের ঘটনা বিরল থেকে বিরলতম নয় বলে মন্তব্য করে ফাঁসির সাজা দেয়নি নিম্ন আদালত। নিম্ন আদালতের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে আবেদন করে রাজ্য। তারা সঞ্জয়ের ফাঁসি চায়। তবে রাজ্য ওই আবেদন করতে পারে কি না, তাদের আইনি অধিকার রয়েছে কি না, তা নিয়ে শুনানি হয় হাই কোর্টে। রাজ্যের আবেদনের বিরোধিতা করে সিবিআই। কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থার বক্তব্য, তারাও নিম্ন আদালতে সঞ্জয়ের ফাঁসির আবেদন করেছিল। কিন্তু আদালত মঞ্জুর করেনি। কিন্তু এই মামলায় রাজ্যের কোনও ভূমিকা নেই। তাদের আবেদন গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। পাল্টা যুক্তি দেয় রাজ্যও। অন্য দিকে, রাজ্যের পরে সঞ্জয়ের সর্বোচ্চ সাজা চেয়ে হাই কোর্টে আবেদন করে সিবিআইও। এই মামলার শুনানিতে সঞ্জয়ের ফাঁসি চায় না বলে জানায় নির্যাতিতার পরিবার। আদালত জানায়, এই মামলার মূল বিষয় পরে বিবেচনা করা হবে। তার আগে রাজ্যের আবেদনের গ্রহণযোগ্যতার বিষয়টির নিষ্পত্তি করা হবে। সেই মতো গত সপ্তাহে রাজ্যের আবেদনের যৌক্তিকতা নিয়ে শুনানি শেষ হয়। আজ ওই আবেদন নিয়ে রায় ঘোষণা করবে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। আদালত কী জানায় সে দিকে নজর থাকবে আজ।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
মুজিব-হাসিনার বাড়ি ভাঙচুর, শান্তি ফিরবে কি বাংলাদেশে
বুধবার রাত থেকে নতুন করে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। ৩২ ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। শেখ হাসিনার ধানমন্ডির বাড়িও ভাঙচুর করা হয়েছে। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ওই বাড়িগুলিতে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভাঙচুর চলেছে। বুধবার রাতে হাসিনা ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশের জনতার উদ্দেশে ভাষণ দেবেন বলে ঘোষণা করেছিল আওয়ামী লীগ। তার পর থেকেই হাসিনা-বিরোধীরা বিক্ষোভ শুরু করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই অশান্তির জন্য হাসিনার উস্কানিমূলক মন্তব্যকে দায়ী করেছে। হাসিনাকে চুপ করানোর জন্য ভারত সরকারকে লিখিত ভাবে অনুরোধও করা হয়েছে। এই পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক, নতুন আয়কর বিলে কি অনুমোদন
আগামী ১০ ফেব্রুয়ারি সংসদে নতুন আয়কর বিল পেশ করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে নিয়ম মেনে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ওই বিলটি অনুমোদিত হওয়ার কথা রয়েছে। গত ১ ফেব্রুয়ারি ২০২৫-’২৬ আর্থিক বছরের বাজেট পেশের সময়ে নতুন আয়কর বিল আনার কথা ঘোষণা করেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী নির্মলা। সূত্রের খবর, এর মাধ্যমে ১৯৬১ সালের আয়কর আইনের আমূল বদল করতে চাইছে সরকার।
বাজেট অধিবেশনের প্রস্তুতি: বিধানসভায় সর্বদল বৈঠক
আগামী সোমবার থেকে বিধানসভায় শুরু হবে বাজেট অধিবেশন। সেই অধিবেশন শুরুর আগে আজ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বসবে সর্বদল বৈঠক। পাশাপাশি, কার্য বিবরণী কমিটির বৈঠকও রয়েছে আজ।
ট্রাম্পের অবৈধবাসী বিতাড়ন এবং শুল্কযুদ্ধ কোন পথে
১০৪ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে নেমেছিল মার্কিন সেনার বিমান। অবৈধবাসী ভারতীয়দের যে ভাবে হাতকড়া পরিয়ে সেনা বিমানে চাপিয়ে এ দেশে পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সরকার, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী নেতারা। তার মাঝেই ওই অবৈধবাসীদের বিমানে তোলার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছেন আমেরিকার বর্ডার পেট্রল (ইউএসবিপি)-এর প্রধান। অন্য দিকে, পড়শি মেক্সিকো, কানাডা এবং আমেরিকার বৃহত্তম বাণিজ্য সহযোগী চিনের বিরুদ্ধে নতুন শুল্কনীতি প্রয়োগের সিদ্ধান্তের পর পরবর্তী নিশানা কারা হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে বিশ্ব জুড়ে। তাৎপর্যপূর্ণ ভাবে সেই তালিকায় রয়েছে ভারতের নামও। কারণ, আমেরিকার নতুন প্রেসিডেন্ট যে দেশগুলির পণ্যের উপর বাড়তি শুল্ক বসিয়েছেন তাদের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে ওয়াশিংটনের। ঘটনাচক্রে, ভারতের ক্ষেত্রেও রয়েছে ঘাটতি।