Advertisement
E-Paper

রামনবমীতে রাজপথে মিছিলের পর মিছিল। আইপিএল। কে ইয়েচুরির জায়গায়। আর কী কী নজরে দিনভর

কলকাতার বুকেই প্রায় ৬০টি মিছিলের আয়োজন করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি রয়েছে তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে। এর পরে হাওড়া এবং উত্তর কলকাতায় কর্মসূচি রয়েছে তাঁর।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ০৭:৫৮
Share
Save

রামনবমীতে পথে মিছিলের পর মিছিল, হুঙ্কার বিজেপির, অশান্তি রুখতে বদ্ধপরিকর পুলিশ

আজ রামনবমী। রাজ্য জুড়ে কর্মসূচি রয়েছে বিজেপির। রয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলির মিছিলও। কলকাতার বুকেই প্রায় ৬০টি মিছিলের আয়োজন করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচি রয়েছে তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে। এর পরে হাওড়া এবং উত্তর কলকাতায় কর্মসূচি রয়েছে তাঁর। অন্য দিকে, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চের মতো সংগঠনগুলো মিছিল করবে। একই দিনে কলকাতায় পথে নামছে তৃণমূলও। মিছিলে কোনও রকম অশান্তি রুখতে বদ্ধপরিকর পুলিশ। শুধু কলকাতায় প্রায় ৪ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে। বিশেষ দায়িত্বে থাকছেন পদস্থ আধিকারিকেরা। রাজ্য জুড়ে ২৯ জন আইপিএস অফিসারকে রামনবমী উপলক্ষে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত দায়িত্বে থাকবেন তাঁরা।

আইপিএলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে হায়দরাবাদ, বিপক্ষে গুজরাত

আজ রবিবার হলেও আইপিএলে একটিই ম্যাচ। কারণ, কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ রামনবমীর জন্য পিছিয়ে গিয়েছে দু’দিন। আজকের বদলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কেকেআর খেলবে আগামী মঙ্গলবার। আজ মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাত টাইটান্স। পর পর তিনটি ম্যাচ হেরে হায়দরাবাদের সামনে আজ ঘুরে দাঁড়ানোর লড়াই। আজ তাদের পঞ্চম ম্যাচ। গুজরাত প্রথম ম্যাচে হারার পর শেষ দু’টি ম্যাচে জিতেছে। আজ খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সিপিএমের পার্টি কংগ্রেস শেষ, ইয়েচুরির জায়গায় কে

মাদুরাইয়ে সিপিএমের পার্টি কংগ্রেসের আজ শেষ দিন। আজই সিপিএমের নতুন কেন্দ্রীয় কমিটি, পলিটব্যুরো তৈরি হবে। সেই সঙ্গে প্রয়াত সীতারাম ইয়েচুরির জা়য়গায় কে দলের পরবর্তী সাধারণ সম্পাদক হবেন, তা-ও ঠিক হবে। সেই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

জম্মু-কাশ্মীর সফরে শাহ, খতিয়ে দেখবেন উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা

তিন দিনের সফরে আজ জম্মু ও কাশ্মীরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ধ্যায় জম্মুতে পৌঁছোনোর কথা রয়েছে তাঁর। তিন দিনের এই সফরে কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন তিনি। ঘটনাচক্রে, কয়েক দিন আগেই পাকিস্তানি সেনা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল। তাদের পাল্টা দিয়েছিল ভারতীয় সেনাও। শনিবারও জম্মুর কাঠুয়ায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই চলেছে। এই পরিস্থিতিতে শাহের সফরে কী কী বিষয়ে আলোচনা হয়, সে দিকে নজর থাকবে।

আইএসএলের ফাইনালে কারা, চূড়ান্ত হয়ে যাবে একটি দল

আইএসএলে আজ চূড়ান্ত হয়ে যাবে ফাইনালের একটি দল। দ্বিতীয় পর্বের সেমিফাইনালে মুখোমুখি বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়া। হোম ম্যাচে ২-০ গোলে জিতে এগিয়ে রয়েছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু। আজ গোয়ার মাঠে খেলা। ম্যাচ শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির খেলা, রয়েছে ম্যাঞ্চেস্টার ডার্বি

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ চারটি ম্যাচ। তার মধ্যে রয়েছে ম্যাঞ্চেস্টার ডার্বি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচ রাত ৯টা থেকে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা লিভারপুলেরও ম্যাচ রয়েছে আজ। তাদের সামনে ফুলহ্যাম। এই ম্যাচ সন্ধ্যা ৬:৩০ থেকে। একই সময়ে রয়েছে টটেনহ্যাম-সাদাম্পটন এবং ব্রেন্টফোর্ড-চেলসি ম্যাচ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

News of the Day Ram Navami IPL Match CPIM Amit Shah ISL 2024-25 EPL

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}