২৬ হাজার চাকরি বাতিলের সুপ্রিম-রায় পরবর্তী জটিলতা এবং রাজনৈতিক বিতর্ক
২৬ হাজার চাকরি বাতিল মামলায় কলকাতা হাই কোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে। এর ফলে চাকরি গিয়েছে ২৫,৭৩৫ জনের। আদালত জানিয়েছে, নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শুধুমাত্র প্রতিবন্ধী প্রার্থীরা নতুন নিয়োগ সম্পন্ন না-হওয়া পর্যন্ত চাকরি করতে পারবেন। মানবিক কারণে চাকরি বহাল থাকছে ক্যানসার আক্রান্ত সোমা দাসের। শীর্ষ আদালত জানিয়েছে, যাঁরা ‘চিহ্নিত অযোগ্য’, তাঁদের বেতনও ফেরত দিতে হবে। বাকিদের চাকরি গেলেও বেতন ফেরত দিতে হবে না। আদালতের এই নির্দেশের পর নানা জটিলতা তৈরি হয়েছে। চলছে রাজনৈতিক বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর দায় চাপিয়েছেন বিজেপি এবং সিপিএমের উপর। বিরোধীরাও পাল্টা শাসকদলকে আক্রমণ করছে। এই সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে আজ।
ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ব্লকে-ব্লকে কর্মসূচি তৃণমূলের
ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ মাঠে নামছে তৃণমূল। রাজ্যের সমস্ত ব্লকে এবং ওয়ার্ডে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে শাসক শিবির। বিকেল ৪টে থেকে ৫টা মধ্যে জেলায় জেলায় মিছিল এবং সভা করবেন তৃণমূলের নেতা-কর্মীরা। তৃণমূলের এই কর্মসূচিতে দলের সমস্ত শাখা সংগঠনেরও থাকার কথা রয়েছে। বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা জানান, ৪-৫ এপ্রিল বিকেল ৪টে থেকে ৫টা পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে এবং প্রতিটি ওয়ার্ডে এর বিরুদ্ধে তৃণমূলের তরফে সভা এবং মিছিল করা হবে।

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
রাজ্যে নিয়োগ বাতিল: দিল্লিতে সাংবাদিক বৈঠকে সুকান্ত-অভিজিৎ
সুপ্রিম কোর্টের নির্দেশে বৃহস্পতিবার বাতিল হয়েছে প্রায় ২৬ হাজার চাকরি। রায় ঘোষণা হতেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে পশ্চিমবঙ্গে। তার রেশ পৌঁছে গিয়েছে রাজধানী দিল্লিতেও। রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বৃহস্পতিবারই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন। যোগ্যদের চাকরি বাতিলের জন্য মমতাই দায়ী বলে মন্তব্য করেছিলেন। মমতা পাল্টা আক্রমণ করেন সুকান্ত তথা বিজেপিকে। বিজেপির জন্য একসঙ্গে এত জনের চাকরি চলে গিয়েছে বলে তোপ দেগেছিলেন। দিল্লি থেকে আজ সকালে ফের পাল্টা তোপ দাগতে চলেছে বিজেপি। আজ সকালে দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সদর দফতরে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। সেখানে সুকান্ত এবং বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিৎ পাত্র তো থাকছেনই, থাকছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাই কোর্টে এই চাকরি বাতিলের রায় প্রথম বার অভিজিৎই দিয়েছিলেন। তা নিয়ে বৃহস্পতিবার মমতা আক্রমণও করেন অভিজিৎকে। আজ সকালের সাংবাদিক বৈঠকে, সুকান্ত, সম্বিৎ এবং অভিজিৎ কী বলেন মমতা সম্পর্কে সে দিকে নজর থাকবে।
আইপিএলে হার্দিক বনাম পন্থ, মুখোমুখি মুম্বই, লখনউ
আইপিএলে আজ নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। দুই দলেরই তিন ম্যাচে ২ পয়েন্ট। মুম্বই আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। অন্য দিকে শেষ ম্যাচে পঞ্জাব সুপার কিংসের কাছে হেরে যাওয়া লখনউয়ের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই। তারা নিজেদের ঘরের মাঠে খেলবে। খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের সব জেলায়, অস্বস্তি কি বাড়বে
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তাতে গরম কমবে না বলেই জানিয়েছে তারা। উল্টে ভ্যাপসা গরমের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। উত্তরবঙ্গে রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত গোটা রাজ্যে দিনের তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই।
কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি ফিরহাদের
আজ বিকেলে কলকাতা পুরসভায় ‘টক টু মেয়র’ কর্মসূচি রয়েছে মেয়র ফিরহাদ হাকিমের। এই কর্মসূচির মাধ্যমে শহরবাসীর সমস্যার কথা শোনেন মেয়র। আজ দুপুর ৩টে নাগাদ তাঁর ‘টক টু মেয়র’ কর্মসূচি শুরু হবে। সাধারণ মানুষের সমস্যার কথা শোনার পরে পুরসভায় একটি সাংবাদিক বৈঠক করবেন তিনি। আজ ‘টক টু মেয়র’ পরবর্তী আলোচনায় কলকাতাকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে মেয়র কোনও বার্তা দেন কি না, সে দিকে নজর থাকবে। পাশাপাশি, বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুরসভা নতুন কোনও পদক্ষেপ করে কি না, সে দিকেও থাকবে নজর।