Advertisement
৩০ ডিসেম্বর ২০২৪
Mamata Banerjee

Mamata Banerjee: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কী কী বললেন মমতা

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘‘এই সরকার দানবিক, অমানবিক। শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যত আর ওদের কণ্ঠরোধ করা হচ্ছে।’’

মমতা বন্দ্যোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২১ ১৮:০১
Share: Save:

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে পড়ুয়াদের একজোট হওয়ার বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বক্তৃতায় কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে ছাত্রযুবদের উদ্দেশে তিনি বলেন, ‘‘বাংলাই পথ দেখাক। সর্বভারতীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিক তৃণমূল ছাত্র পরিষদ। সারা দেশে যোগাযোগ গড়ে তুলুক ছাত্রছাত্রীরা।’’ সেই সঙ্গে ছাত্রযুবদের জন্য ‘সবুজ সাথী’ থেকে ১০ লক্ষ টাকার ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’-সহ যে সব প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের তরফে, তার খতিয়ানও তুলে ধরেন মমতা।
বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘‘এই সরকার দানবিক, অমানবিক। সারা দেশেই পড়ুয়াদের কণ্ঠরোধ করা হচ্ছে। আমাদের মাথায় রাখতে হবে, শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। রাজনীতিতে তরুণদের অংশগ্রহণে আরও জোর দিতে হবে আমাদের।’’ তিনি আরও বলেন, ‘‘পকেটে একটা নেংটি ইঁদুর ঢুকিয়ে রেখেছো। ওটা তোমার নিজের পকেটই কেটে দেবে। ইডি একটা কাগজ পাঠাবে, আমি বস্তা ভরে কাগজ পাঠাব। এমন প্রতিহিংসাপরায়ণ রাজনীতি কখনও দেখিনি। আমরা এমন রাজনীতি করি না। তোমার দলের বিরুদ্ধে কতটা পদক্ষেপ করেছ? উত্তরপ্রদেশে হাথরসের ঘটনায় মানবাধিকার কমিশন পাঠিয়েছ? সিবিআই-তে আমার আপত্তি নেই। কিন্তু বিজেপি নেতাকে নিয়ে গ্রামে গ্রামে কেন যাবে? মানবাধিকার কমিশন কি শুধু বাংলার জন্য? ত্রিপুরার জন্য নয়? ওখানে রোজ মারছে আমাদের কর্মীদের। সব কমিশনকে রাজনৈতিক করে দিয়েছে। প্রত্যেকে বিজেপি-র সদস্য।’’

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

কয়লা-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১ সেপ্টেম্বর রুজিরা ও এবং ৩ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ইডি-র অফিসে তলব করা হয়েছে। বাংলায় গত বিধানসভা নির্বাচনের আগেও অভিষেকের শান্তিনিকেতনের বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করে গিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। এ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘অভিষেকের সঙ্গে পারলে রাজনীতির লড়াই লড়ো।’’

রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের খতিয়ান তুলে ধরে মমতা বলেন, ‘‘সবুজ সাথী প্রকল্পে ১ কোটির বেশি সাইকেল দেওয়া হয়েছে। আরও দেওয়া হবে। ১০ লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়া শুরু হয়েছে। শোধ করা যাবে ৪০ বছরে। এ রাজ্যে স্কুল, কলেজে অনেক নিয়োগ হয়েছে। দেশের তুলনায় এ রাজ্যে বেকারত্ব অনেক কম। এ রাজ্যে বেকারত্ব ৪৫ শতাংশ কমেছে। দেউচা পাচামির প্রকল্পে অনেক বিনিয়োগ হবে। তাজপুরে গভীর বন্দর হচ্ছে। রঘুনাথপুরে জঙ্গলসুন্দরে শিল্পনগরী হচ্ছে। লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে। আইটি-তে বিপুল কর্মসংস্থান হবে। বানতলায় লেদার কমপ্লেক্সে অনেক কর্মসংস্থান হবে। রাজ্যে ৬৮টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বিশ্ববাংলা হাব-সহ বহু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। রাজ্যে ২ লক্ষ ১০ হাজারের বেশি আইটি কর্মী রয়েছেন। ডেটা রিসার্টচ সেন্টার তৈরি হলে ওই ক্ষেত্রে কর্মসংস্থান আরও বাড়বে। উৎকর্ষ বাংলায় ৬ লক্ষ বেকার যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে অনেকে চাকরি পেয়েছেন।’’

অন্য বিষয়গুলি:

Mamata Banerjee BJP abhisekh bandopadhay TMCP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy