সময় চেয়েছিলেন সোমবার পর্যন্ত। তবে নিজেই আর অপেক্ষা করলেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার সকালে পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়কে শো কজ়ের জবাব দিয়েছেন প্রাক্তন মন্ত্রী। তাতে হুমায়ুন জানান, তিনি তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইছেন না। তাঁর মন্তব্যের মাধ্যমে তিনি দলের শৃঙ্খলাভঙ্গ করেননি বলেই মনে করছেন।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিছু মন্তব্যের প্রেক্ষিতে হুমায়ুন কিছু কথা বলেছেন। তাঁর ওই মন্তব্যের জেরে তাঁকে কারণ দর্শাতে বলে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। তৃণমূল সূত্রে খবর, হুমায়ুনের মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শো কজ়ের নির্দেশ দেন। তার পর গত বৃহস্পতিবার তৃণমূল বিধায়ককে শো কজ়ের চিঠি পাঠিয়ে দেয় তাঁর দল। শুক্রবার শোভনদেব জানান, হুমায়ুনকে চিঠি পাঠানো হয়েছে। তার প্রমাণ তাঁদের কাছে রয়েছে। বিধায়ককে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। এ-ও বলা হয়, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি উত্তর না দেন, তা হলে দল পরবর্তী সিদ্ধান্ত নেবে। শুক্রবার রাতে হুমায়ুনকে ফোনও করেন শোভনদেব। তখন সোমবার পর্যন্ত সময় চেয়েছিলেন হুমায়ুন। তবে শেষ পর্যন্ত শনিবার সকালে তিনি শো কজ়ের জবাব দিয়েছেন বলে জানিয়েছেন। ওই তৃণমূল বিধায়কের কথায়, ‘‘শুক্রবার রাত ৮টা ১২ মিনিট নাগাদ আমার সঙ্গে কথা হয় শোভনদেববাবুর। তার পর আমি শো কজ় চিঠি দেখি। এক পাতার শো কজ় চিঠি দিয়েছিল। আমি দু’পাতার জবাব দিয়েছি। শোভনদেব যে হোয়াট্সঅ্যাপ নম্বর থেকে শো কজ় চিঠি পাঠিয়েছিলেন, সেই নম্বরে আমি ৯টা ৩৫ মিনিটে আমার জবাব পাঠিয়ে দিয়েছি পিডিএফ করে।’’ হুমায়ুন আরও বলেন, ‘‘এর আগে এক পাতার শো কজ়ের চিঠি দিয়েছিল। তার তিন পাতার জবাব দিয়েছিলাম। আমি বলেছি, আমার কাছে দল আগে নয়। আমি হুমায়ুন কবীর।’’
হুমায়ুনের দাবি, তাঁর ১০ মিনিট ২৯ সেকেন্ডের একটি বক্তব্যের মধ্যে শুধুমাত্র ৩১ সেকেন্ডের একটি ভিডিয়োর জন্য তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘দলের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় মাত্র সাত লাইনে আমার কাছে আমার বক্তব্যের ব্যাখ্যা চেয়েছিলেন। ৩১ সেকেন্ডের নির্দিষ্ট বক্তব্যে তৃণমূল দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে ও দলের ক্ষতি হয়েছে বলে আমাকে জানানো হয়েছে। আমি তার জবাব দিয়েছি। আমি দলীয় শৃঙ্খলা ভেঙেছি, এমনটা মনে করি না।’’
চিঠিতে কী জবাব দিয়েছেন? হুমায়ুন আনন্দবাজার ডট কমকে বলেন, ‘‘কোন প্রেক্ষিতে আমি বলেছি, কেন বলতে বাধ্য হয়েছি, সব ব্যাখ্যা রয়েছে চিঠিতে। আমি আমার অবস্থানে অনড়। আমি তৃণমূল করি ঠিকই, কিন্তু দলের আগে আমার জাতি। দল করি বলে আমার জাতিকে নিয়ে কেউ কিছু বলবে আর হুমায়ুন কবীর চুপচাপ শুনবে, সেটা হবে না। আমি আমার বক্তব্যের জন্য কোথাও ক্ষমা চাইনি। ভবিষ্যতেও চাইব না। তাতে দল যেটা ভাল মনে করবে করবে।’’
আরও পড়ুন:
শোভনদেব হুমায়ুনের চিঠির প্রাপ্তিস্বীকার করেছেন। তিনি বলেন, ‘‘পিডিএফ পেয়েছি। চিঠিটির হার্ডকপি করতে পাঠিয়েছি। তার পর সেটি শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠানো হবে এবং তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।’’