মৃত যিনি, তিনি হয়ে গেলেন জীবিত। আর জীবিত যিনি, তিনি হয়ে গেলেন মৃত! ভোটার তালিকায় এমন ভুলভ্রান্তির শিকার হলেন তৃণমূল নেতা। যা নিয়ে শোরগোল পড়ল হুগলির চুঁচুড়ায়।
চুঁচুড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা তৃণমূলের বুথ সভাপতি জয়ন্ত খাঁর স্ত্রী সুষমা খাঁয়ের মৃত্যু হয়েছে। ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেছিলেন জয়ন্ত। কিন্তু দেখা গেল, ভোটার তালিকা থেকে জয়ন্তের নাম বাদ পড়ে গিয়েছে। থেকে গিয়েছে সুষমার নাম।
চুঁচুড়া শহর তৃণমূলের সভাপতি সঞ্জীব মিত্র বলেন, ‘‘আমাদের দলের বুথ সভাপতির নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। তাঁর মৃত স্ত্রীর নাম রয়েছে তালিকায়। অনলাইনে যাঁরা এই কাজ করছেন, তাঁদের জন্যই এই ধরনের সমস্যা হচ্ছে। আমরা মহকুমাশাসককে জানিয়েছি বিষয়টা।’’ সঞ্জীবের আরও দাবি, ‘‘এ রকমও হয়েছে, যাঁদের যে বুথে ভোট ছিল, সেই বুথ নম্বরও বদলে গিয়েছে। আমাদের ১৮ নম্বর ওয়ার্ডের অনেক ভোটার ১৫ নম্বর ওয়ার্ডে চলে গিয়েছেন। অথচ তাঁরা জানেনই না। এক একটা বুথে দশটা করে ভোট এ দিক-ও দিক হয়ে গেলেই ভোটের ফলাফল অন্য রকম হয়ে যেতে পারে। তাই আমরা ভোটার তালিকা দেখে এই সব গন্ডগোল যেখানে হয়েছে, সেগুলো ঠিক করার চেষ্টা করছি।’’
জেলায় জেলায় ভোটার তালিকায় সুকৌশলে ‘ভূতুরে ভোটার’ ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে নেতাজি ইন্ডোরের সভায়ে অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশই ভোটার তালিকা পরিষ্কার করার অভিযানে নেমেছে তৃণমূল। তা নিয়েই চুঁচুড়া বিধানসভার দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন দলীয় নেতৃত্ব। সেখানে ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
মন্ত্রী বলেন, ‘‘দলের নির্দেশ রয়েছে, প্রতিটা বিধানসভার প্রতিটা বুথের যে ভোটার তালিকা রয়েছে, সেগুলো ভাল করে স্ক্রুটিনি করতে হবে। প্রকৃত ভোটারের নাম আছে কি না, ভুয়ো ভোটার ঢুকে রয়েছে কি না, সেটা দেখতে হবে। দিল্লির ভোটে দেখা গিয়েছে, অনলাইন সিস্টেমের জন্য বহু ভুয়ো ভোটার ঢুকেছে। দিল্লিতে বিজেপির জয় এই ভুয়ো ভোটারের জন্য। আমরা চাই, নির্ভুল ভোটার তালিকা তৈরি করা হোক। একটা গভীর চক্রান্ত চলছে। নির্বাচন কমিশনের মদতে ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমরা এটার প্রতিবাদ করব।’’
পাল্টা বিজেপির হুগলি জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন, ‘‘ভোটার তালিকা তৈরি করে কারা রোহিঙ্গাদের নাম তুলেছে, কারা এ ভাবে তাঁদের আশ্রয় দিচ্ছে? নিজেদের ভোটবাক্স মজবুত করার জন্য তৃণমূলই ভূতুড়ে ভোটার তৈরি করছে।’’