সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। —ফাইল চিত্র।
দল থাকলে রোজগার থাকবে, সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের এমন মন্তব্যে বিতর্ক তৈরি হল।
একটি বুথের দলীয় কর্মী সম্মেলনে প্রত্যাশা অনুযায়ী ভিড় না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বিধায়ক। বলেন, “যে বুথ থেকে লিড পাব না, সেই পঞ্চায়েত সদস্যকে সরে যেতে হবে। দল দলের মতো চলবে আর আপনি গ্রুপবাজি চালিয়ে যাবেন, তা হবে না! দল থাকলে রোজগার থাকবে!” কে কোথা থেকে রোজগার করেন, তা-ও তিনি জানেন বলে ইঙ্গিত দেন বিধায়ক।
বিধায়কের মন্তব্য সামনে আসার পরেই তোপ দেগেছে বিরোধীরা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মন্তব্য, “দল ও রোজগার সমার্থক। মুখ্যমন্ত্রীর উচিত, পুলিশকে বলা বিধায়ককে জেরা করে কে কত রোজগার করেছেন, সেই তথ্য জেনে পদক্ষেপ করতে!” সরব হয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ও। তাঁর কটাক্ষ, “দল থাকলে টাকা তুলতে পারবে, রোজগার হবে, সেটাই উনি বলেছেন।” পাশাপাশি, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যও বলেন, “রোজগার করার জন্যই রাজনীতি করা। তৃণমূলের এই সহজ সত্যটা তুলে ধরার জন্য বিধায়ককে ধন্যবাদ!”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy