আগামী বিধানসভা ভোটে সমাজমাধ্যমে প্রচারে বাঙালিয়ানাকেই অস্ত্র করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এই ভাবনা থেকেই রবিবার রাজ্যের ২৩টি জেলায় সংগঠন সাজিয়েছে দলের সমাজমাধ্যম সংগঠন ‘ফিয়ারলেস এআইটিসি মেম্বার’ বা ফ্যাম। সমাজমাধ্যমে বিজেপি এবং সিপিএমের মোকাবিলার পাশাপাশি শাসক শিবির বাংলা নিয়ে আবেগকেই ভোটের কাজে লাগাতে চাইছে।
যাদবপুরে ফ্যাম-এর সাধারণ সভায় ভোটের প্রচারকে শক্তিশালী করতে একাধিক পরিকল্পনা স্থির হয়েছে। সংগঠন সূত্রে জানা গিয়েছে, জেলায় সমাজমাধ্যমে প্রচারে আরও বেশি করে দলের নেতা-কর্মীদের যুক্ত করে সরকারের পক্ষে ও বিরোধী প্রচারের মোকাবিলায় কাজ নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। এক-একটি জেলা কমিটিতে ২২ জনকে রাখা হয়েছে। রাজ্য স্তরেও ২২ জনের কমিটি গড়ে জেলাভিত্তিক প্রচার তদারকির কাজ স্থির করা হয়েছে ওই সভায়। সংগঠনের এক শীর্ষ সংগঠক জানিয়েছেন, মূলত বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে প্রচারের বিষয় তৈরি করা হচ্ছে। কারণ, বিজেপি রাজ্যে ‘বহিরাগত সংস্কৃতি’ আমদানি করতে চাইছে। তার মোকাবিলায় রাজ্যের স্বতন্ত্র ধারাকে তুলে ধরাটাই তাঁদের লক্ষ্য।
প্রসঙ্গত, ফ্যামের সঙ্গে সরাসরি কোনও যোগ নেই তৃণমূলের। তবে এটি যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের সংগঠন, তা প্রতিষ্ঠিত। এ বার সংগঠনের সভার প্রচারে অভিষেককে নিয়ে যে প্রচার হয় তাতে তৃণমূলের অভ্যন্তরীণ টানাপড়েনও সামনে এসে পড়েছিল। নিজস্ব সংবাদদাতা
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)