যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাঁর আবাসনে ছাত্রদের হামলার ঘটনা ঘটেনি বলে স্থানীয় থানায় জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই অভিযোগকারী, যাদবপুরের পোড়খাওয়া শিক্ষাকর্মী বিনয় সিংহ সোমবার অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তকে তাঁদের সংগঠন তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির তরফে শিক্ষাঙ্গনে পুলিশ ফাঁড়ি বসানোর আর্জি জানান। বিনয় পরে বলেন, “আমরা আগেও কর্তৃপক্ষকে ফাঁড়ি বসাতে বলেছিলাম। আমরা চাই ২০১৪ সালের হাই কোর্টের নির্দেশ যাদবপুরে কার্যকর করা হোক।” ওই নির্দেশে যাদবপুরে পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়, যার ভিত্তিতে ফাঁড়ি বসানোর প্রস্তাব দেয় লালবাজার।
এ দিন তৃণমূল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ওয়েবকুপা), শিক্ষাবন্ধু সমিতি এবং তৃণমূল ছাত্র পরিষদ ভাস্করের কাছে আলাদা আলাদা স্মারকলিপি দেয়। তাদের বিভিন্ন দাবির মধ্যে বিশ্ববিদ্যালয় চত্বরে পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানো থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপরে হামলার নিন্দা করার মতো নানা দাবি উঠে এসেছে। যাদবপুরে সম্প্রতি তৃণমূল শিক্ষাবন্ধুদের অফিস ভাঙচুর এবং আগুন লাগানোর অভিযোগে ঘুরে ফিরে ছাত্র ও প্রাক্তনীদের গ্রেফতার করেছে পুলিশ। ওই অভিযোগের কয়েকটি দিক নিয়ে ছাত্রছাত্রীরাও প্রশ্ন তোলে। সেই সঙ্গে যাদবপুরে বিতর্কিত পোস্টার ঘিরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও লেখা হয়েছে। সংশ্লিষ্ট অনেকেই মনে করেন, যাদবপুরে আরও বেশি সিসি ক্যামেরা থাকলে অনেক অভিযোগের সারবত্তা নিয়ে সংশয়ই দূর হবে।
ভাস্কর এ দিন বলেন, “সিসি ক্যামেরা সংক্রান্ত নতুন কমিটি তৈরি হয়েছে। তাঁদের প্রস্তাবের ভিত্তিতে কী চাহিদা, রাজ্যকে জানাব।” শিক্ষামন্ত্রী এবং অন্য শিক্ষকদের উপরে হামলার তিনি আগেও নিন্দা করেছেন এখনও করছেন বলে এ দিন ভাস্কর জানান। তবে ফাঁড়ির বিষয়ে সিদ্ধান্ত তিনি একা নিতে পারেন না বলে অন্তর্বর্তী উপাচার্যের ব্যাখ্যা।
ওয়েবকুপার সহ-সভাপতি তথা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক সেলিম বক্স মণ্ডল বলেন, “ওয়েবকুপার ঘনিষ্ঠ শিক্ষকদের নামে অকথ্য ভাষায় অসম্মানজনক পোস্টারও মুছতে হবে। যাদবপুরে শিক্ষামন্ত্রী, অন্তর্বর্তী উপাচার্য থেকে শিক্ষক— কারও সঙ্গে ছাত্রদের অভব্যতা মানা যাবে না।” ভাস্কর জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় সৌন্দর্যায়নের কাজেই নানা পোস্টার মোছা চলছে। আজ, মঙ্গলবার তৃণমূল শিক্ষাকর্মীদের অফিস ভাঙচুরে অভিযুক্ত ছাত্র সৌপ্তিক চন্দকে আদালতে তোলার কথা।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)