হ্যাশট্যাগ দিয়ে মমতা লিখেছেন, ‘#মাইআইডিয়াফরইন্ডিয়াঅ্যাট৭৫’ গ্রাফিক— সনৎ সিংহ।
৭৫তম স্বাধীনতা দিবসের আগে নিজের টুইটার হ্যান্ডলের ‘ডিসপ্লে’ ছবি (ডিপি) বদলালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে টুইটারে দেশপ্রেমের বার্তাও দিলেন তিনি।
মমতার ‘ডিপি’তে বদলে যাওয়া ছবিতে ভারতের পতাকার রঙের সঙ্গে রয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামীদের ছবি। তাতে যেমন রয়েছেন গাঁধীজি, তেমনই রয়েছে ঋষি অরবিন্দ, রামমোহন রায় থেকে ভগৎ সিংহ, নেতাজি সুভাষের ছবি। একটা বড় অংশের তৃণমূলের নেতা-কর্মীদের এই ছবিই প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করতে দেখা যাচ্ছে।
টুইটারে চিরন্তন ভারতের কথা তুলে ধরেছেন মমতা। তিনি লিখেছেন, ‘ভারত… যেখানে ভিন্নতার মাঝেও বৈচিত্র বিরাজ করে, ভারত, যেখানে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ সহাবস্থান। যেখানে গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষিত হয়। হ্যাঁ, এটাই আমাদের ভারত।’
তার পরের টুইটে মমতা লিখেছেন, ‘আমরা কি এই অনন্যসুন্দর বৈচিত্রপূর্ণ দেশের গর্বিত বাসিন্দা নই? ধারণা ভিন্ন হতে পারে কিন্তু আমাদের কাছে ভারত মানে একতা। তা হলে, আমার সহ-ভারতীয়েরা, এই মহান দেশ সম্পর্কে আপনার ধারণা কী?’ শেষে হ্যাশট্যাগে মমতা লিখেছেন, ‘#মাইআইডিয়াফরইন্ডিয়াঅ্যাট৭৫’।
INDIA... Where diversity THRIVES despite differences.
— Mamata Banerjee (@MamataOfficial) August 13, 2022
INDIA... Where people of varied cultures and religions peacefully COEXIST.
INDIA... Where democratic values and people’s rights are UPHELD.
Yes, this is our INDIA!
(1/2)
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশবাসীর কাছে নেটমাধ্যমে নিজেদের অ্যাকাউন্টের ছবিতে ভারতের জাতীয় পতাকা লাগানোর আবেদন জানিয়েছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy