Advertisement
২২ নভেম্বর ২০২৪
AITC

Goa TMC: মমতার গোয়া সফরে তিন বিধায়ক যোগ দিতে পারেন তৃণমূলে

গোয়া তৃণমূল সূত্রে খবর, ওই তিন বিধায়কের সঙ্গেই যোগদানের কথা চূড়ান্ত হয়ে গিয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২১ ১৮:১৫
Share: Save:

আগামী ২৮ অক্টোবর গোয়া যাবেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। তাঁর পশ্চিমের দ্বীপরাজ্য সফরেই তৃণমূলে যোগ দিতে পারেন তিন বিধায়ক। ২০১৭ সালে ওই বিধায়করা বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে ভোটে লড়াই করে জয় পেয়েছিলেন। এ বার তাদের জোড়াফুলের প্রতীকে ভোটের ময়দানে নামাতে চায় তৃণমূল। এই তালিকায় রয়েছেন গোয়ার এক নির্দল বিধায়কও। গোয়া তৃণমূল সূত্রে খবর, ওই তিন বিধায়কের সঙ্গে যোগদানের বিষয়ে চূড়ান্ত কথা হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গোয়া সফরেই তাঁরা নাম লেখাবেন তৃণমূলে। তবে গোয়ায় থাকা এক তৃণমূল নেতার কথায়, ‘‘নেত্রীর সফরে আরও অনেক চমক অপেক্ষা করে আছে। এখন কিছুই বলা হবে না। যথা সময়ে সবকিছু প্রকাশ্যে আনা হবে।’’

প্রসঙ্গত, ২০১৭ সালে যখন গোয়ায় জোট সরকার তৈরি করেছিল বিজেপি, সেই সময় ফরওয়ার্ড পার্টি জোট সরকারে যোগ দিয়েছিল। ২০১৭ সালে ১৪ মার্চ পর্যন্ত ফতোরদার বিধায়ক বিজয় সরদেশাই আবার ওই সরকারে উপ মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর দলের সঙ্গে তৃণমূলের নির্বাচনী সমঝোতার আলোচনা চলছে বলে জানা গিয়েছে। শনিবার সকালেই টুইট করে মমতা লিখেছেন, ‘আগামী ২৮ অক্টোবরের প্রথম বার গোয়া সফরের প্রস্তুতি নিচ্ছি। সব ব্যক্তি, সংগঠন এবং রাজনৈতিক দলের কাছে বিজেপি এবং তাদের বিভাজনের নীতিকে পরাস্ত করার জন্য একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি। গত ১০ বছরে গোয়ার আমজনতাকে অনেক দুর্ভোগ সইতে হয়েছে।’

সঙ্গে দ্বিতীয় টুইটে মমতার মন্তব্য, ‘যৌথ ভাবে একটি নতুন সরকার গড়ে আমরা গোয়ায় নতুন ভোরের সূচনা করব। গোয়ার জনগণের সেই সরকার আমজনতার প্রত্যাশা পূরণে দায়বদ্ধ থাকবে।’ মুখ্যমন্ত্রীর এমন টুইটে উজ্জীবিত গোয়ার তৃণমূল নেতৃত্ব। তাঁদের দাবি, রাজনৈতিক ব্য়ক্তিত্বদের পাশাপাশি সামাজিক ও ক্রীডা়জগতের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছে দল। বর্তমানে গোয়ায় থেকে যাবতীয় নেত্রীর সফর সংক্রান্ত প্রস্তুতির ওপর নজর রাখছেন ডেরেক ও’ব্রায়েন।

অন্য বিষয়গুলি:

AITC TMC Goa TMC Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy