Advertisement
২২ নভেম্বর ২০২৪
Rajeev Kumar

সিবিআইকে সহযোগিতা করার জন্য রাজীবকে বলেছে রাজ্য: সুব্রত

সিবিআই রাজীবকে নিয়ে তৎপর হলেও, বিধানসভা ভোটের মুখে রাজ্য সরকার তা নিয়ে যে কোনও বিতর্কে জড়াবে না, সেই ইঙ্গিত মিলেছে সুব্রতর কথায়।

সুব্রত মুখোপাধ্যায় ও রাজীব কুমার।— ফাইল চিত্র

সুব্রত মুখোপাধ্যায় ও রাজীব কুমার।— ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ১৬:৫৪
Share: Save:

সারদা মামলার তদন্তে সিবিআইয়ের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য রাজ্যের তথ্যপ্রযুক্তি সচিব তথা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে বলেছে রাজ্য সরকার। সোমবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর মতে, ‘‘এর পর যা হবে তা রাজীব এবং সিবিআইয়ের মধ্যে।’’

গত সপ্তাহে রাজীবকে হেফাজতে নিয়ে ফের জেরা করতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, বড়দিনের ছুটির পর সুপ্রিম কোর্ট খুললে এ নিয়ে শুনানি হতে পারে আদালতে। যেহেতু রাজীব এখন রাজ্য সরকারের একজন উচ্চপদস্থ আধিকারিক তাই বিধানসভা ভোটের আগে রাজীবকে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নতুন করে এই তৎপরতা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজীবকে নিয়ে সিবিআইয়ের এই পদক্ষেপ নিয়ে ভোটের মুখে রাজনৈতিক ‘প্রতিহিংসা’র তত্ত্ব তুলে ধরছে তৃণমূল। এ প্রসঙ্গে সোমবার সুব্রত বলেন, ‘‘ভোটের আগে কোনও কোনও সময় সিবিআই সক্রিয় হয়। তবে রাজীব কুমার বরাবরই তদন্তে সহযোগিতা করে আসছেন।’’

সিবিআই রাজীবকে নিয়ে তৎপর হলেও, বিধানসভা ভোটের মুখে রাজ্য সরকার তা নিয়ে যে কোনও বিতর্কে জড়াবে না, সেই ইঙ্গিত মিলেছে সুব্রতর কথায়। তাঁর মন্তব্য, ‘‘রাজীব কুমার সব সময় সিবিআইকে পূর্ণ সহযোগিতা করে আসছেন। এখনও হয়তো সিবিআই সন্তুষ্ট হয়নি। তাই তাঁকে হেফাজতে পেতে চাইছে। এটা এখন সিবিআই ও রাজীব কুমারের ব্যাপার।’’

আরও পড়ুন: ভরসা পেলাম, আপনার উষ্ণতা ছুঁয়ে গেল, মমতাকে চিঠি অমর্ত্যর

আরও পড়ুন: মমতার শিল্পমুখী ভাবমূর্তি তুলে ধরতে তৎপর তৃণমূল

তৃণমূলের একাংশের মতে, এর আগে রাজীবকে নিয়ে একাধিকবার কেন্দ্রের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে রাজ্য। তাতে বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু রাজীব যেহেতু বর্তমানে এক জন আমলা। তাই তিনি সিবিআইকে সাহায্য করুন এটা চায় দল।

অন্য বিষয়গুলি:

Rajeev Kumar Subrata Mukherjee CBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy