শীতের মরসুমে পর্যটনে গতি আনতে উদ্যোগী রাজ্য সরকার। নিজস্ব চিত্র।
করোনাকালে বিশ্বজুড়ে ধাক্কা খেয়েছে পর্যটন শিল্প। পশ্চিমবঙ্গেও মার খেয়েছে পর্যটন ব্যবসা। তাই এ বারের শীতে ভ্রমণপিপাসু বাঙালিকে আবারও পর্যটনের দিকে ফেরাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। শীতের মরসুমে পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় টানতে উদ্যোগী হয়েছে পর্যটন দফতর। সেই লক্ষ্যেই রাজ্যের সব ক’টি জেলায় শুরু হচ্ছে সাংস্কৃতিক আদান-প্রদানের অন্যতম উৎসব ‘বাংলা মোদের গর্ব’। এই উৎসবের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরকারের যোগসূত্র স্থাপন করতেই নতুন এই উৎসবের পরিকল্পনা করা হয়েছে। আম জনতাকে তৎক্ষণাৎ প্রশাসনিক পরিষেবা দিতে দুয়ারে সরকার প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই কায়দায় জেলাভিত্তিক উৎসবে জোর দিতে চালু হয়েছে ‘বাংলা মোদের গর্ব'। এ বারও ডিসেম্বর মাসকেই এই উৎসবের জন্য পাখির চোখ করছে রাজ্য। সবক’টি জেলায় অনুষ্ঠানের আয়োজন করার জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে। দফতরের কর্তারা বলছেন, ‘‘এক জেলায় একাধিক অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে। প্রতিটি ক্ষেত্রেই দিন তিনেকের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে বিখ্যাত শিল্পীদের পাশাপাশি অংশ নেবেন আঞ্চলিক শিল্পীরাও।’’
শীতের মরসুমের জেলায় জেলায় নানা মেলা ও উৎসব হয়। সেই মেলা তথা উৎসব দেখতে আসেন ভ্রমণপিপাসু মানুষ। ২০২০ সালের মার্চ মাসে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে লকডাউন হয় গোটা দেশে। তার পর ধীরে ধীরে আনলক প্রক্রিয়া শুরু হলেও পর্যটন কেন্দ্রগুলি বেশির ভাগ ক্ষেত্রেই বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। চলতি বছর করোনা ভাইরাসের টিকাকরণ গতি পেলে পর্যটন কেন্দ্রগুলিও খোলা শুরু হয়েছে। অল্পবিস্তর পর্যটকও আসছেন সেখানে। কিন্তু করোনা সংক্রমণ শুরুর আগে পর্যটকদের যেমন ভিড় চোখে পড়ত, এখন আর তেমনটি হচ্ছে না। তাই দফতরের পক্ষ থেকেই পর্যটকদের মধ্যে করোনা সংক্রমণের ভীতি কাটিয়ে পর্যটন কেন্দ্রগুলিতে উৎসাহ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আর সেই পর্যায়েই চলতি মাসে জেলা জেলায় শুরু হবে ‘বাংলা মোদের গর্ব’। প্রতিটি জেলার যে নিজস্ব সংস্কৃতি ও লোকশিল্পকে তুলে ধরা হবে এই উৎসবগুলিতে। দফতরের এক কর্তার কথায়, ‘‘ধীরে ধীরে পর্যটকরা খোঁজখবর নিয়ে ভ্রমণের পরিকল্পনা করছেন। আমাদের কাজ এমন সব উদ্যোগে ভ্রমণপিপাসু মানুষদের উৎসাহী করা। তবে অবশ্যই করোনাবিধি মেনে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy