আসন্ন শীতকালীন অধিবেশনের পর বাদশাকে কমিটির সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। গ্রাফিক: শৌভিক দেবনাথ
বিধানসভার স্বাধিকারভঙ্গ কমিটির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে অভিনেতা বাদশা মৈত্রকে। একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও বিধায়কদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করার প্রতিবাদে তাঁকে ডাকা হতে পারে বলেই সূত্রের খবর। আসন্ন শীতকালীন অধিবেশনের পর বাদশাকে কমিটির সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হবে বলে বিধানসভা সূত্রের খবর। একই অভিযোগে স্বাধিকারভঙ্গ কমিটির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে কংগ্রেসের আইনজীবী নেতা কৌস্তুভ বাগচীকে। ওই দু’জন ও সংশ্লিষ্ট টিভি চ্যানেলের সঞ্চালকের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের অভিযোগ এনেছিলেন বিধানসভার সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষ। গত বৃহস্পতিবার এ বিষয়ে স্বাধিকারভঙ্গ কমিটির চেয়ারম্যান তথা ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের সামনে এ বিষয়ে সাক্ষী দিয়েছেন মুখ্যসচেতক নির্মল। তার পরেই এদের তলবের সম্ভাবনা তৈরি হয়েছে। বাদশা বলেন, ‘‘আমি চিঠি দিয়ে বিস্তারিত জানিয়েছি। চিঠিতে যা লিখেছি, সেটাই আমার বক্তব্য। সেই বক্তব্যের পৌর্বাপর্য উল্লেখ করে চিঠিতে বিস্তারিত লিখেছি। এর পর যদি আমাকে ডাকা হয়, তা হলে যাব। সেখানে গিয়ে চিঠিতে যা লিখেছি, সেটাই বলব।’’
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান পদে বিজেপির টিকিটে জয়ী হয়েও পরে তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায়কে বসানো নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই সংক্রান্ত বিষয়ে ওই টিভি অনুষ্ঠানে স্পিকার ও বিধানসভার সদস্যদের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন বাদশা মৈত্র ও কৌস্তুভ বাগচী। তার জেরেই স্বাধিকারভঙ্গ কমিটির কাছে প্রস্তাব আনেন মুখ্যসচেতক নির্মল। যদিও অভিযুক্ত সকলেই এ বিষয়ে তাঁদের লিখিত বক্তব্য জানিয়েছেন বলে বিধানসভা সূত্রে খবর। তবে তাঁদের সেই উত্তরে স্বাধিকারভঙ্গ কমিটি সন্তুষ্ট নয় বলেই সূত্রের দাবি। তাই ১৮-৩০ নভেম্বর বিধানসভার শীতকালীন অধিবেশন শেষ হলেই ডাকা হবে অভিযুক্তদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy