Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Police Station In Bhangar

ভাঙড়ে নতুন চার থানা ঘুরে দেখলেন দায়িত্বপ্রাপ্ত ওসি-রা 

আপাতত বারুইপুর পুলিশ জেলার ভাঙড় ও কাশীপুর থানাকে ভেঙে ভাঙড় ডিভিশনের চারটি থানা করা হচ্ছে। ভাঙড় থানা ভেঙে তৈরি হয়েছে ভাঙড় ও চন্দনেশ্বর থানা।

An image of police station

— প্রতিনিধিত্বমূলক ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪ ০৮:২৯
Share: Save:

সব ঠিক থাকলে আজ, সোমবার গঙ্গাসাগর থেকে ভার্চুয়াল মাধ্যমে কলকাতা পুলিশের ভাঙড় ডিভিশনের নতুন চারটি থানা, উপ-নগরপালের অফিস এবং ট্র্যাফিক গার্ডের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই নতুন থানা ভবন ও ট্র্যাফিক গার্ডে বিদ্যুৎ থেকে শুরু করে ইন্টারনেট সংযোগ, সিসি ক্যামেরা, ওয়্যারলেস ব্যবস্থা এবং ট্র্যাফিক সিগন্যালের জন্য যাবতীয় প্রস্তুতি শেষ পর্যায়ে।

আপাতত বারুইপুর পুলিশ জেলার ভাঙড় ও কাশীপুর থানাকে ভেঙে ভাঙড় ডিভিশনের চারটি থানা করা হচ্ছে। ভাঙড় থানা ভেঙে তৈরি হয়েছে ভাঙড় ও চন্দনেশ্বর থানা। অন্য দিকে, কাশীপুর থানা ভেঙে করা হয়েছে পোলেরহাট ও উত্তর কাশীপুর থানা। পর্যায়ক্রমে মাধবপুর, বোদরা, হাতিশালা ও বিজয়গঞ্জ বাজার থানা চালু করা হবে বলে জানা গিয়েছে।

এর পাশাপাশি, ভাঙড় ডিভিশনের উপ-নগরপাল এবং নতুন থানাগুলির ওসিদের নামও প্রকাশ করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, ভাঙড় ডিভিশনের উপ-নগরপাল হচ্ছেন কলকাতা পুলিশের চতুর্থ ব্যাটালিয়নের উপ-নগরপাল সৈকত ঘোষ। তিনি এর আগে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব সামলেছেন। এ ছাড়া, ভাঙড় থানার নতুন ওসি হচ্ছেন সুশান্ত মণ্ডল, উত্তর কাশীপুর থানার ওসি হচ্ছেন অমিতকুমার চট্টোপাধ্যায়, চন্দনেশ্বর থানার ওসি হচ্ছেন সুনীল দেবনাথ এবং পোলেরহাট থানার ওসি হচ্ছেন সরফরাজ আহমেদ।

দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারেরা এ দিন চারটি থানার খুঁটিনাটি খতিয়ে দেখেন। এলাকার পরিস্থিতি, রাজনৈতিক অস্থিরতা, মানুষের সমস্যা-সহ বিভিন্ন বিষয়ে খোঁজ নেন তাঁরা। পুলিশের একাংশ জানিয়েছে, ভাঙড়ের রাস্তাঘাট, সেখানে আলো-সহ একাধিক বিষয় নিয়ে অফিসারেরা উদ্বিগ্ন। কয়েকটি বড় রাস্তার সিসি ক্যামেরা থাকলেও তা পর্যাপ্ত নয়। সেই দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে।

অন্য বিষয়গুলি:

Police Stations Bhangar Inspection OC Police Officials
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy