গজেন্দ্র সিংহ শেখাওয়াত ও কৈলাস বিজয়বর্গীয়।—নিজস্ব চিত্র।
বাম ও তৃণমূল জমানায় পিছিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। সেই স্লোগান তুলে বাংলায় পরিবর্তনের ডাক দিল বিজেপি।
বিজেপি-র দাবি, ব্রিটিশ আমলে দেশের আর্থিক রাজধানী ছিল এই বাংলা। আশির দশকে কমিউনিস্ট শাসনের সময় থেকে বাংলা ক্রমশ পিছিয়ে পড়তে শুরু করে। তৃণমূল জমানায় সেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আর্থিক, সামাজিক দিক থেকে অন্যান্য রাজ্যের তুলনায় পিছনের সারিতে চলে গিয়েছে বাংলা। বাংলার ‘নব যৌবন’ ফিরিয়ে আনতে হবে। তাই বাংলায় দরকার পরিবর্তন। সেই দাবিতেই বাংলায় পরিবর্তনেরই ডাক দিলেন বিজেপি নেতৃত্ব।
বাংলায় কোনও উন্নয়ন হয়নি, এই দাবি করে শনিবার কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত বিগত বাম ও বর্তমান তৃণমূল সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, ‘‘জ্যোতি বসুর সময় সিপিএমের ক্যাডাররা অরাজকতার মহল তৈরি করেছিল। আর তৃণমূল জমানায় সেই গ্রাফ আরও বেড়েছে। সিপিএমের থেকেও বেশি অত্যাচার শুরু হয়েছে তৃণমূল জমানায়।’’ আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলাকে লক্ষ্য করেছে গেরুয়া শিবির। রাজ্যে ক্ষমতায় এলে সোনার বাংলা করবেন বলে ডাক দিয়েছেন বিজেপি নেতৃত্ব। শেখাওয়াতের কথায়, ‘‘এই বাংলায় অনেক মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন। সে জন্য দেশের মানুষ গর্ব করেন। কিন্তু এখন হিংসা, অত্যাচারে শুধু দেশে নয় বিশ্বের কাছেও বাংলার গৌরব নষ্ট হচ্ছে। এ বার সেই গর্ব ফিরিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বে ভারতের মর্যাদা যেমন বৃদ্ধি পেয়েছে, বাংলার মর্যাদা বৃদ্ধি করতে হবে।’’ তাঁর মতে, মোদীর নেতৃত্বে ভারত এগিয়ে যাবে, আর বাংলা পিছিয়ে যাবে এটা হয় না। বাংলা এগোলেই, ভারত এগোবে। শেখাওয়াতের কথায়, ‘‘তাই বাংলায় দরকার পরিবর্তন।’’
পরিবর্তনের জন্য বাঙালি সমাজকে এগিয়ে আসার বার্তা দেন শেখাওয়াত। তিনি বলেন, ‘‘ভিয়েতনামে কোনও কিছু ঘটলে বাংলায় প্রতিবাদ হয়। দেশের মধ্যে কোনও ঘটনা ঘটলে বাংলার মানুষ আওয়াজ তোলেন। আর আজ বাংলায় যখন অত্যাচার বাড়ছে তখন বাঙালি নীরব কেন। অপশাসনের বিরুদ্ধে আজও আওয়াজ তোলা দরকার।’’ একইসঙ্গে দেশ বদলাচ্ছে, বাংলাও বদলাবে বলে জোরের সঙ্গে আওয়াজ তোলেন মোদী সরকারের এই মন্ত্রী।
কেন্দ্রীয় মন্ত্রীর সুরেই পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দেন রাজ্যে বিজেপি-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, ‘‘বাংলায় উন্নয়নের প্রচুর সম্ভাবনা রয়েছে। সোনার বাংলা বানানোর কথা বলে গোলার বাংলা বানিয়েছে। তাই দরকার পরিবর্তন। তা হলেই বাংলা ফের প্রথম হবে।’’
আরও পড়ুন: রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা জুলাইয়ের পর সর্বনিম্ন, বাড়ল কলকাতায় মৃতের সংখ্যা
মানুষের উন্নয়নে এ রাজ্যে কাটমানি, সিন্ডিকেট কথাগুলো কেন শোনা যাবে সে প্রশ্নও তোলেন কৈলাস। একইসঙ্গে তিনি রাজ্যে গুন্ডারাজের অভিযোগ তুলে বলেন, ‘‘সিপিএমের রাজ্য নেতারা সামনে থাকত আর গুন্ডারা পিছনে। আর তৃণমূলে সবাই গুন্ডার ভূমিকায় সামনে রয়েছে। আগে উত্তরপ্রদেশ, বিহারে ভয় পেতাম। আর এখন বাংলায় আমাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিচ্ছে কেন্দ্রীয় সরকার।’’
আরও পড়ুন:সাংসদ সুনীলকে দ্রুত কেন্দ্রীয় রক্ষী দেওয়া হবে, জানিয়ে দিলেন কৈলাস
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy