নিয়োগ দুর্নীতিতে জড়িতদের শাস্তি যমরাজের। বৃহস্পতিবার মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের পথনাটিকা। ছবি: দেশকল্যাণ চৌধুরী
নিয়োগে দুর্নীতিতে জড়িতদের শাস্তি দিলেন যমরাজ। শাস্তি পেয়ে বোধোদয় হল অভিযুক্তদের। তখন তাঁরা চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দিলেন।
ভাইফোঁটার দিন নাটকে নাটকে জমে উঠল চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চ। বুধবারেই সেখানে ভাইফোঁটা পালিত হয়েছে। সেখানে হাজির হয়েছেন বিরোধী নেতারা। এ দিন নাটকের সময় তাঁরা হাজির না হলেও পরে দেখা করলেন আন্দোলনকারীদের সঙ্গে। ধর্নাস্থলে গিয়েছিল এসইউসি-র যুব সংগঠন ডিওয়াইও-র প্রতিনিধিদল।
নাটকে যমরাজের সঙ্গে থাকা তাঁর বোন যমুনাকে একজন চাকরিপ্রার্থী হিসাবে দেখানো হয়। তিনিই যমরাজকে নিয়োগ দুর্নীতির বিষয়টা জানান। জানান, তাঁরা সবাই বঞ্চিত। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের পথনাটিকায় যমরাজ ও যমুনা সেজেছিলেন দুই চাকরিপ্রার্থী। পথনাটিকার পরে চাকরিপ্রার্থীরা ভাইফোঁটার অনুষ্ঠানও করেন।
কাছেই গত ৭২ দিন ধরে বসে রয়েছেন রাজ্য সরকারের গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা। তাঁরা এ দিন মঞ্চে যমরাজের ছবি রেখে পুজোও করেছেন। চাকরিপ্রার্থী কিংশুক চৌধুরির কথায়, যমরাজের কাছে প্রার্থনা, হয় তাঁদের নিয়োগ দিন, না হলে মৃত্যু দিন। এ দিন গ্রুপ-ডি মঞ্চে উপস্থিত ছিলেন দৃষ্টিহীন চাকরিপ্রার্থী বৃহস্পতি মাহাতোও। পুরুলিয়া থেকে এসে তিনি হারমোনিয়াম বাজিয়ে গানও করেন।
দিন বিকেলে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা গান্ধী মুর্তির পাদদেশে যান। সেখানে ৫৯২ দিন ধরে বিক্ষোভ দেখাচ্ছেন নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীরা। কিংশুক বলেন, ‘‘আমাদের মধ্যে একতা রয়েছে। সেই বার্তা দিতেই ওদের মঞ্চে গিয়েছিলাম।’’
গান্ধী মূর্তির নীচে এ দিন চাকরিপ্রার্থী এবং যুব সংগঠনের প্রতিনিধিরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আন্দোলন জোরদার করার বার্তা দেন। ডিওয়াইও-র রাজ্য সম্পাদক মলয় পাল বলেন, ‘‘এই দিনটি দুর্নীতির বিরুদ্ধে, মেধাতালিকার ভিত্তিতে নিয়োগের দাবিতে আন্দোলনকে আরও অঙ্গীকারবদ্ধ করল। আমরা শপথ নিলাম, আন্দোলনকারীদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’’
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এ দিন বলেন, ‘‘পশ্চিমবঙ্গে লুটের রাজত্ব চলছে! যোগ্য প্রার্থীদের চাকরিও লুট হয়ে গিয়েছে। এক দিকে প্রেসিডেন্সি জেলে চোরেদের একটা সেল হয়ে গিয়েছে! অন্য দিকে রাজ্যের তরুণ প্রজন্ম লুটের শিকার। চাকরিপ্রার্থীদের অবস্থানে ভাইফোঁটায় কংগ্রেসের প্রতিনিধিরা গিয়েছিলেন। আন্দোলনকারীদের পাশে আমরা সবর্তোভাবে আছি।’’
এ দিন চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চে যান বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভাপতি তনুজা চক্রবর্তী। তিনি অবস্থানরত চাকরিপ্রার্থীদের ভাইফোঁটা দেন এবং মিষ্টিমুখ করান। বিজেপি নেতা রাহুল সিংহ বলেন, “মহিলা মুখ্যমন্ত্রীর আমলে মহিলাদের ভাই বা দাদার মঙ্গল কামনা করতে হচ্ছে ফুটপাথে বসে। এর চেয়ে লজ্জার আর কিছু হয় না।“
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy