Advertisement
৩০ অক্টোবর ২০২৪
West Bengal Weather

কাঁপুনি বহাল, উত্তরবঙ্গের তিন জেলায় ‘শীতল দিন’

কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের বেশির ভাগ জেলায় শীতের দাপট অব্যাহত থাকলেও রবিবার রাতের তাপমাত্রার পতন গত কয়েক দিনের মতো হয়নি। কিছু জায়গায় তো তাপমাত্রা সামান্য বেড়েছে।

উষ্ণতার খোঁজে। বালুরঘাটে। নিজস্ব চিত্র

উষ্ণতার খোঁজে। বালুরঘাটে। নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ ০৬:৪১
Share: Save:

লোকপ্রসিদ্ধির মাঘী শীতের বাঘ এখনও দূরে। তার আগে, শেষ পৌষে শীতের ধুন্ধুমার ব্যাটিংয়ের শেষ দেখা যাচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, দক্ষিণবঙ্গে শৈত্যপ্রবাহ না-বইলেও উত্তরবঙ্গের তিন জেলা— মালদহ ও দুই দিনাজপুরে ‘শীতল দিন’ মালুম হয়েছে রবিবার। শীতল দিনের অর্থ, দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম থাকা। এ দিন সেটাই ছিল ওই তিন জেলায়। শীতের দাপট আজ, সোমবারেও একই রকম থাকবে বলে জানিয়ে দিয়েছেন গণেশকুমার।

কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের বেশির ভাগ জেলায় শীতের দাপট অব্যাহত থাকলেও রবিবার রাতের তাপমাত্রার পতন গত কয়েক দিনের মতো হয়নি। কিছু জায়গায় তো তাপমাত্রা সামান্য বেড়েছে। বীরভূমের শ্রীনিকেতনে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৩ ডিগ্রি। শনিবার তা ছিল ৮.৪ ডিগ্রি। ঠান্ডার মধ্যে বোলপুর-শান্তিনিকেতন ও তারাপীঠে পর্যটকের ভিড় দেখা গিয়েছে। এ দিন হাওয়ার দাপট একটু কম ছিল। গত ২৪ ঘণ্টায় পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আট ডিগ্রি। পানাগড়ের বাসিন্দা সৌরভ দাস বলেন, “বেলা বাড়ার সঙ্গে ঠান্ডার দাপট কমেছে।”

ঠান্ডায় জবুথবু অবস্থা মেদিনীপুরে। সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ছয়ের ঘরে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মেটেরিয়োলজি পার্ক সূত্রের খবর, শনিবার মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৭ ডিগ্রি। গত এক দশকে মেদিনীপুরের শীতলতম দিনের রেকর্ড এটাই। ২০১৬-র ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে এক দিন সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ৭.৮ ডিগ্রি। তবে এখানে ছয়ের ঘরে পারদ নামার রেকর্ড সাম্প্রতিক অতীতে নেই। মেদিনীপুরের পুরপ্রধান সৌমেন খান বলেন, ‘‘ছয় ডিগ্রির ঘরে তাপমাত্রা নামা মেদিনীপুরে কার্যত রেকর্ড।’’

শৈত্যপ্রবাহের পূর্বাভাস থাকলেও সামান্য তাপমাত্রা বৃদ্ধির ফলে পুরুলিয়ার মানুষজন কিছুটা স্বস্তি পেয়েছেন। জেলা কৃষি দফতর সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি সেলসিয়াস। পাঁচ ডিগ্রিতে নেমে যাওয়া তাপমাত্রা খানিক বাড়লেও উত্তুরে হাওয়ার দাপটে কাঁপুনি ছিল দিনভর। শীতের দাপট বাঁকুড়াতেও। সেখানেও একটু বেড়ে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ছুটির দিন থাকায় এমনিতেই রাস্তাঘাট তুলনায় ফাঁকা ছিল। বেড়াতে বেরোনোর পরিকল্পনা থাকলেও ঠান্ডার প্রতাপে অনেকে তা বাতিল করে দেন।

অন্য বিষয়গুলি:

West Bengal Weather Winter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE