Advertisement
০৮ জানুয়ারি ২০২৫
Bangladesh

ঢাকাই মসলিন, জামদানি, পদ্মার ইলিশ বয়কট চেয়ে বাংলায় পথে নামতে চায় সঙ্ঘ, আবেদন মোদীকেও

বাংলাদেশে ভারত বিরোধিতার অঙ্গ হিসাবে ভারতীয় সামগ্রী বয়কটের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন। এ বার ভারতেও বাংলাদেশি পণ্য বয়কটের ডাক। পথে নামতে চায় সঙ্ঘ পরিবারের স্বদেশী জাগরণ মঞ্চ।

Swadeshi Jagran Mancha of RSS wants boycott of made in Bangladesh products

ঢাকাই মসলিন থেকে পদ্মার ইলিশ বয়কটের ডাক সঙ্ঘ পরিবারের। — ফাইল চিত্র।

পিনাকপাণি ঘোষ
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১১:৫৮
Share: Save:

বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচারের অভিযোগ নিয়ে এ বার পথে নামতে চলেছে সঙ্ঘ পরিবার। তবে সরাসরি সংগঠনের নাম নয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ‘অনুসারী’ সংগঠন ‘স্বদেশী জাগরণ মঞ্চ’ পথে নামবে বলে ঠিক করেছে আরএসএস। মিটিং-মিছিল না করে জাগরণ মঞ্চ চায় বাংলা তথা দেশের মানুষ বাংলাদেশের যাবতীয় পণ্য বয়কট করুন। এ জন্য বাড়ি বাড়ি প্রচারের পরিকল্পনাও আছে মঞ্চের। বাজারের কোন কোন সামগ্রী আদতে বাংলাদেশের সংস্থার, তা চেনাতে তালিকাও তৈরি করেছে মঞ্চ। সংগঠনের উদ্দেশ্য, প্রথমে বিজেপি-সহ সঙ্ঘ মনোভাবাপন্ন সব সংগঠনের সদস্যদের বয়কট শুরু করতে বলা হবে। এর পরে একই আর্জি জানানো হবে সাধারণ মানুষকে।

শুধু সাধারণ মানুষই নয়, কেন্দ্রীয় সরকারের কাছেও এক গুচ্ছ দাবি জানাতে চলেছে মঞ্চ। আগেই বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ চেয়েছেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। এ বার মঞ্চের দাবি, সব রকম বাংলাদেশি পণ্য আমদানি ও বিক্রয় বন্ধ করা হোক। ওই দেশে তুলো-সহ অন্যান্য সামগ্রীর রফতানি বন্ধ রাখা হোক। মঞ্চের লক্ষ্য, বাংলাদেশের বস্ত্রশিল্পের আন্তর্জাতিক বাজার বন্ধ করা। এমনকি, সাময়িক ভাবে হলেও বাংলাদেশিদের ভারতে চিকিৎসার ভিসা দেওয়া বন্ধ রাখা হোক বলে কেন্দ্রের কাছে দাবি জানাতে চায় মঞ্চ।

দেশব্যাপী বয়কট আন্দোলন করতে চাইলেও তা শুরু হবে বাংলা থেকেই। কারণ, পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্দোলনের জন্য সব চেয়ে ভাল ‘জমি’ এ রাজ্য বলেই মনে করেন মঞ্চের নেতারা। বাংলা, ওড়িশা এবং সিকিম নিয়ে মঞ্চের সাংগঠনিক পূর্ব ক্ষেত্রের নেতা অম্লানকুসুম ঘোষ বলেন, ‘‘ইতিহাস জানে, যত বার বাংলাদেশে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে বাংলায়। আর এখন সেখানে যে ভাবে হিন্দুদের উপরে নির্যাতন চলছে, তাতে বাঙালি হিন্দুদের সবচেয়ে আগে প্রতিবাদ করা উচিত। আমরা সেই কারণেই চাই, বাংলায় বাংলাদেশের যাবতীয় সামগ্রী বয়কট করা হোক।’’

আরএসএসের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘের প্রতিষ্ঠাতা দত্তপন্থ ঠেংরি ১৯৯১ সালে শুরু করেন ‘স্বদেশী জাগরণ মঞ্চ’। সঙ্গে ছিলেন পরবর্তী কালে সঙ্ঘের প্রধান (সরসঙ্ঘচালক) কেএস সুদর্শন। প্রথম থেকেই এই সংগঠনের লক্ষ্য ছিল ভারতে উৎপাদিত সামগ্রী ব্যবহারে দেশের মানুষকে উদ্বুদ্ধ করা। একই সঙ্গে কেন্দ্রের সরকারকে স্বদেশিনীতি গ্রহণে বাধ্য করা। সঙ্ঘের সেই লক্ষ্য মেনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘মেক ইন ইন্ডিয়া’ নীতি নেন। এর পরেও মঞ্চ যে মোদী সরকারের উপরে খুশি তেমন নয়। মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্র সক্রিয় হলে তার বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে মঞ্চ। এ ছাড়াও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বিক্রি, ক্রিপ্টোকারেন্সি নিয়ে কেন্দ্রের নীতির বিরোধিতা করে এই মঞ্চ।

কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় থাকার সময়ে দেশ জুড়ে স্বদেশি সামগ্রী ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে পথে নামা মঞ্চ অবশ্য দীর্ঘ দিন সে ভাবে কোনও বড় কর্মসূচি নেয়নি। বাংলাদেশে ‘অস্থিরতা’ শুরু হওয়ার পরে গত অগস্ট মাস থেকেই পণ্য বয়কটের কথা বলেছে মঞ্চ। এ বার তা নিয়ে পথে নামার প্রস্তুতি। খুব তাড়াতাড়ি ঘোষিত ভাবে সেই কর্মসূচি শুরু হবে। অম্লানকুসুম বলেন, ‘‘আমরা সমস্ত রকম বিদেশি পণ্য বয়কটের কথা বলি। শুধু স্বদেশি পণ্য গ্রহণের কথা বলি। নিজেরাও তা মেনে চলি। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে সাধারণ মানুষের কাছেও অনুরোধ, তাঁরা যেন বাংলাদেশের পণ্য সবচেয়ে আগে বয়কট করেন। বাংলাদেশ এখন ভারত বিরোধিতার ভূমি হয়ে উঠেছে।’’

সাধারণ মানুষের কাছে মঞ্চের আর্জি, কেউ যেন বাংলাদেশের পণ্য না কেনেন। প্রতিবেশী এবং স্থানীয় বিক্রেতাদের সেই সব পণ্য দোকানে না রাখতেও বলেন। শুধু পণ্যই নয়, বাংলাদেশের সিনেমা, নাটক, ওয়েব সিরিজ় দেখা থেকে বিরত থাকতেও আবেদন জানানো হবে। ইউটিউবে বাংলাদেশের চ্যানেল বয়কট করার পাশাপাশি কেউ যেন ‘অনুপ্রবেশকারীদের’ কাজ না দেন, সেই প্রচারও চালাতে চায় মঞ্চ। বাংলাদেশে তৈরি পণ্যের পাশাপাশি সে দেশের জিআই ট্যাগ রয়েছে এমন পণ্য, যেমন, ঢাকাই মসলিন, জামদানি ও টাঙ্গাইল শাড়ি, কাটারিভোগ বা কালিজিরা চাল, শীতলপাটি, নকশিকাঁথা, বিভিন্ন ধরনের আম, এমনকি, পদ্মার ইলিশের উপরেও বয়কট চায় মঞ্চ। ইতিমধ্যে সেই তালিকা তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।

অন্য বিষয়গুলি:

Bangladesh Swadeshi Jagran Mancha RSS boycott
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy