শুভেন্দুর আবেদন খারিজ করে স্পিকার জানালেন, মুকুল বিধায়কই থাকছেন।
মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলায় রায় দিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে তিনি জানান, মুকুল বিজেপি-তেই আছেন। তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা হচ্ছে না।
দীর্ঘ শুনানি-পর্বে মুকুল ও তাঁর আইনজীবীরা বারবার দাবি করেছেন, কৃষ্ণনগর উত্তরের বিধায়ক বিজেপিতেই আছেন। শুক্রবার ঘোষণার সময় স্পিকার বললেন, ‘‘দলত্যাগ বিরোধী আইনের আওতায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের যে আবেদন করা হয়েছে, তার সপক্ষে যথেষ্ট প্রমাণ ছিল না। তা নজরে রেখেই ওই আবেদন খারিজ করা হল। মুকুল রায় বর্তমানে বিজেপি-তেই আছেন। তাঁর বিধায়ক পদ খারিজ করা হচ্ছে না।’’
গত মে মাসে রাজ্যে বিধানসভা নির্বাচনের পর জুন মাসে মুকুল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়ক পদ খারিজের আবেদন করেন শুভেন্দু। ‘দলত্যাগী’ মুকুলকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান করার বিরোধিতা করে একটি মামলাও সুপ্রিম কোর্টে দায়ের হয়। ওই মামলায় সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ আশাপ্রকাশ করেছিল, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বিধানসভায় মুকুলের দলত্যাগ সংক্রান্ত বিষয়ের নিষ্পত্তি হবে। বিধানসভা সূত্রে আগেই খবর ছিল, শীর্ষ আদালতের কথা মেনে শুক্রবারই মুকুল-মামলার রায় শোনাবেন স্পিকার।
বিরোধী দলনেতা অবশ্য জানিয়ে রেখেছেন, বিধানসভার চেয়ে তাঁরা সুপ্রিম কোর্টের রায়ের উপরেই ভরসা রাখছেন বেশি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy