Advertisement
০৩ জুলাই ২০২৪
Suvendu Adhikari

আন্দোলনকারীদের হাতে বর্ধিত বেতন শুভেন্দুর

বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে সংগ্রামী যৌথ মঞ্চের নেতাদের ডেকে শুক্রবার শুভেন্দু ৪০ হাজার টাকার চেক তুলে দিয়েছেন।

শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ জুন ২০২৪ ০৯:০৮
Share: Save:

প্রতিশ্রুতি মতো বিধায়ক হিসেবে বর্ধিত বেতনের টাকা মহার্ঘ ভাতার (ডি এ) দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের হাতে তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে সংগ্রামী যৌথ মঞ্চের নেতাদের ডেকে শুক্রবার শুভেন্দু ৪০ হাজার টাকার চেক তুলে দিয়েছেন। বিরোধী দলনেতা বলেন, ‘‘বিধানসভায় মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির বিল পাশ হয়েছে। তার পরে রাজ্যপালের সইয়ের পরে মন্ত্রী ও বিধায়করা বর্ধিত হারে বেতন পাচ্ছেন। আমরা সেটা আটকাতে পারি না। কারণ, বেতন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে। আমি আমার কথা মতো বর্ধিত ৪০ হাজার টাকা আন্দোলনকারীদের হাতে তুলে দিলাম।’’ তাঁর সংযোজন, ‘‘সুপ্রিম কোর্টে ডিএ মামলায় সংগ্রামী যৌথ মঞ্চ সরাসরি পার্টি নয়। সেখানে লড়ছে কর্মচারী পরিষদ। আমরা সংগ্রামী যৌথ মঞ্চের হাতে টাকাটা দিলাম। তাঁরাই বলেছেন, এই টাকা তাঁরা কর্মচারী পরিষদকে দিয়ে দেবেন। যদিও সুপ্রিম কোর্টের মামলার খরচের তুলনায় এই অর্থ সামান্য। তবু আমার যতটুকু সামর্থ্য, আমি যত দিন বিরোধী দলনেতা থাকব, তত দিন এই টাকা আমি দিয়ে যাব।’’ পাশাপাশিই শুভেন্দুর আর্জি, ‘‘আমি রাজ্যের শাসক দলকে অনুরোধ করব, প্রাক্তন বিধায়কদের ভাতা বাড়ানো হোক। দল না দেখে এটা দেখা হোক যে, তাঁরা অন্তত কষ্টে আছেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Suvendu Adhikari BJP DA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE