Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Flex Controversy

ধন্যবাদের ফ্লেক্সে বিতর্ক

জোর জল্পনা যে, দলবদল করতে চলেছেন শুভেন্দু। এই পরিস্থিতিতে তাঁর অনুগামী এবং বিরুদ্ধ গোষ্ঠীর অবস্থান নিয়েও টানাপড়েন চলছে।। অঞ্জুমার দাবি, তিনি কারও অনুগামী বলে পরিচিত নন।

বিতর্কিত: যে ফ্লেক্স পড়েছে রাস্তাঘাটে । নিজস্ব চিত্র

বিতর্কিত: যে ফ্লেক্স পড়েছে রাস্তাঘাটে । নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা 
সুতাহাটা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ০১:৩৯
Share: Save:

অনুষ্ঠান ছিল পথবাতি উদ্বোধনের। হাজির ছিলেন বর্তমান জেলা রাজনীতিতে বহুল চর্চিত তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। সুতাহাটার সেই পথবাতি উদ্বোধনের ধন্যবাদ জ্ঞাপন ফ্লেক্স নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। প্রকাশ্যে এসেছে দলীয় কোন্দলও। রবিবার সকালে সুতহাটার রামচন্দ্রপুরে উদ্বোধনী মঞ্চের আশেপাশে এবং হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের দু’দিকে একাধিক ধন্যবাদ জ্ঞাপন ফ্লেক্স দেখা যায়। সেখানে প্রচারক হিসাবে সুতাহাটা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আঞ্জুমা বিবির নাম রয়েছে। ফ্লেক্সে লেখা, ‘রামচন্দ্রপুর বাসস্টপ হইতে রামচন্দ্রপুর ইদগা পর্যন্ত এলাকা আলোকিত করার জন্য এইচডিএ চেয়ারম্যান তথা মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কে ধন্যবাদ জানাই’।

আঞ্জুমা বিবির দাবি, অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত ছিলেন না। তাঁকে না জানিয়ে ওই ফ্লেক্স দেওয়া হয়েছে। কিন্তু দলের অনেকই প্রশ্ন তুলেছেন, দলের তাবড় নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি তাঁর ধন্যবাদ জ্ঞাপন পোস্টার পড়ে, তা হলে অঞ্জুমা আপত্তি করছেন কেন? দলে শুভেন্দুর রাজনৈতিক অবস্থানের ডামাডোল পরিস্থিতির জন্যই কি এমনটা?

উল্লেখ্য, জোর জল্পনা যে, দলবদল করতে চলেছেন শুভেন্দু। এই পরিস্থিতিতে তাঁর অনুগামী এবং বিরুদ্ধ গোষ্ঠীর অবস্থান নিয়েও টানাপড়েন চলছে।। অঞ্জুমার দাবি, তিনি কারও অনুগামী বলে পরিচিত নন। তাঁর কথায়, ‘‘আমি কারও অনুগামী নই। আমি তৃণমূলের সৈনিক। আমার নাম দিয়ে কে বা কারা ধন্যবাদ জ্ঞাপন ফ্লেক্স লাগিয়েছে জানি না। অনুষ্ঠানে আমি নিমন্ত্রিত ছিলাম না। আমার নাম ব্যবহার করে এই জাতীয় ঘটনা ঘটায় আমার আত্মসম্মানে লেগেছে।’’

কে-কারা ফ্লেক্স দিয়েছে, তা সামনে আসেনি। খোলসা করতে পারেনি ব্লক তৃণমূলও। তবে সমাজমাধ্যমে ওই ফ্লেক্সের আরও একটি ছবি সামনে এসেছে। যাতে দেখা গিয়েছে, প্রাচরক হিসাবে সুতাহাটা ব্লক তৃণমূল সভাপতি অমিয় দাসের নাম রয়েছে। অমিয় জেলা রাজনীতিতে শুভেন্দু অনুগামী বলে পরিচিত। অভিযোগ, অমিয়ের নামটি ঢেকে অঞ্জুমার নামে ফ্লেক্সগুলি লাগানো হয়েছে। যদিও ফ্লেক্স বিতর্ক নিয়ে সুতাহাটা ব্লক তৃণমূল সভাপতি অমিয়র বক্তব্য, ‘‘ধন্যবাদ জ্ঞাপন ফ্লেক্সটি আমি দেখেছি। কে বা কারা ফ্লেক্স লাগিয়েছে আমার জানা নেই। কারণ, এখন কেউ কিছু কাজ করলে দলের অনুমতি না নিয়েই করছেন।’’

অন্য বিষয়গুলি:

Flex Controversy Suvendu Adhikari Sutahata TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE