Advertisement
০২ জানুয়ারি ২০২৫
Turga Pumped Storage Project

Turga Hydro Power Project: অরণ্য ধ্বংস করে টুরগা জলবিদ্যুৎ প্রকল্প নয়, সমীক্ষায় বাধা অযোধ্যা পাহাড়ের আদিবাসীদের

এ প্রকল্পের বিরুদ্ধে প্রায় চার বছর ধরে প্রতিবাদ চলছে। এর বিরুদ্ধে বাড়ে লহর ও সংলগ্ন এলাকা-সহ মোট ন’টি গ্রামের বাসিন্দারা একত্রিত।

—নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৮:৪৪
Share: Save:

অরণ্য ধ্বংস করে অযোধ্যা পাহাড় এলাকায় টুরগা জলবিদ্যুৎ প্রকল্প গড়া চলবে না। এমনই জানালেন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এ নিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রবিবার ওই প্রকল্পের সমীক্ষকদের কাজে বাধা দিলেন তাঁরা।

ওই প্রস্তাবিত প্রকল্পের সমীক্ষার জন্য রবিবার পুলিশবাহিনী নিয়ে অযোধ্যা পাহাড় এলাকায় গেলে সেখানকার বনাধিকার কমিটির সদস্য-সহ গণ ও প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও কমিটির তরফে মহিলা- পুরুষ নির্বিশেষে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের অনেকের হাতে তীর-ধনুকও ছিল। আন্দোলনকারীরা সাফ জানান, অরণ্য ধ্বংস করে এই প্রকল্প করতে দেবেন না তাঁরা।

প্রসঙ্গত, এ প্রকল্পের বিরুদ্ধে প্রায় চার বছর ধরে প্রতিবাদ চলছে। এর বিরুদ্ধে স্থানীয় বাড়ে লহর ও সংলগ্ন এলাকা-সহ মোট ন’টি গ্রামের বাসিন্দারা একত্রিত হয়েছেন। আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভের জেরে সমীক্ষা না করেই ফিরে যায় সমীক্ষাকদের দল। বিক্ষোভের জেরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয় অযোধ্যা পাহাড়ে।

অন্য বিষয়গুলি:

Turga Pumped Storage Project turga hydro power plant Turga
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy